40 হাজার টাকা ডিসকাউন্টে iPhone 14, আজ রাতে সেল শুরুর আগে অফার জানিয়ে দিল Amazon

By :  SUMAN
Update: 2023-05-03 10:31 GMT

আগামীকাল অর্থাৎ ৪ঠা মে দুপুর ১২টা থেকে শুরু হতে চলেছে Amazon Great Summer Sale। যদিও প্রত্যেকবারের মতো এবারও প্রাইম মেম্বাররা ১২ ঘন্টা আগেই সেলের অ্যাক্সেস পাবেন। অর্থাৎ আসন্ন সেলটি প্রাইম মেম্বারদের জন্য আজ রাত ১২টায় লাইভ হয়ে যাবে। তবে সেল শুরু হওয়ার আগেই ই-কমার্স জায়ান্টটি তাদের মাইক্রোসাইটে 5G এবং 4G-এনাবল স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের বিষয়ে জানিয়েছে। জানা গেছে - Samsung Galaxy M14, Xiaomi 12 Pro, OnePlus 10 Pro, iQOO Neo 7, iPhone 14 সহ একাধিক হ্যান্ডসেটকে Amazon Great Summer সেল চলাকালীন ভারী ডিসকাউন্ট এবং নানাবিধ ব্যাঙ্ক অফারের সাথে তালিকাভুক্ত করা হবে।

Amazon Great Summer Sale -এর কয়েকটি সেরা স্মার্টফোন ডিল প্রকাশ্যে এল

Samsung Galaxy M14 5G স্মার্টফোনকে সম্প্রতি ১৪,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। তবে আপকামিং অ্যামাজন গ্রেট সামার সেলে উক্ত ডিভাইসটিকে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ মাত্র ১২,৪৯০ টাকায় পাওয়া যাবে। জানিয়ে রাখি, ফোনটি এই মুহূর্তে ১৫,০০০ টাকার নিচে উপলব্ধ ৫জি হ্যান্ডসেটগুলির মধ্যে সর্বাধিক সেরা বিকল্প৷

iQOO Z6 Lite স্মার্টফোনের সাথেও ডিসকাউন্ট মিলবে সেলে, যারপর এটিকে নূন্যতম ১২,৪৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। অন্যদিকে মিড-রেঞ্জের iQOO Neo 7 মডেলটিকে অ্যামাজন সেল চলাকালীন ২৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার সামিল থাকছে৷

মাইক্রোসাইট অনুসারে, অ্যামাজন গ্রেট সামার সেলে সর্বশেষ প্রজন্মের Apple iPhone 14 -কে ৩৯,২৯৩ টাকায় বিক্রি করা হবে। যদিও আমাদের সন্দেহ, উল্লেখিত পরিমাণ দামের মধ্যে ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক অফ এবং এক্সচেঞ্জ অফার সামিল রয়েছে। মনে করা হচ্ছে, সেল শুরু হলে iPhone 14 -এর সাথে ১২,৯০১ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হতে পারে। যার পর ডিভাইসটির দাম ৭৯,৯০০ টাকা থেকে কমে ৬৬,৯৯৯ টাকা হয়ে যাবে। আবার ICICI এবং Kotak Mahindra ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। আর বাদবাকি এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসাবে পাওয়া যাবে৷ তবে iPhone 13 -কে কি কি ডিলের সাথে অ্যামাজনে তালিকাভুক্ত করা হবে সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতারাও আসন্ন অ্যামাজন সামার সেলে একাধিক দুর্দান্ত অফার পাবেন। যার মধ্যে অন্যতম একটি হল Samsung Galaxy S23+ -এর সাথে প্রযোজ্য ডিল। ২০২৩ সালের লঞ্চ হওয়া এই ৫জি ফ্ল্যাগশিপ ফোনকে সেলে ৮৯,৯৯৯ টাকায় বিক্রি করা হবে৷ অন্যদিকে Xiaomi 12 Pro মডেলটিকেও ব্যাঙ্ক অফারের সাথে মাত্র ৪২,৯৯৯ টাকায় পাওয়া যাবে বলে উল্লেখ আছে মাইক্রোসাইটে।

আপনাদের মধ্যে যারা OnePlus ব্র্যান্ডিংয়ের প্রিমিয়াম স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তারা সেলে শুরুর পর ৫৪,৯৯৯ টাকা খরচ করে OnePlus 10 Pro স্মার্টফোনকে পকেটস্থ করতে পারবেন। এর মধ্যে সম্ভবত ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত। এছাড়া, OnePlus 10R -কেও তুলনায় কম দামে অর্থাৎ ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে অ্যামাজন সামার সেল লাইভ হলে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে উক্ত হ্যান্ডসেটকে ৩১,৯৯৯ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।

Tags:    

Similar News