হোলি স্টোরে চমক! এখন OnePlus 12 সহ ব্র্যান্ডের একাধিক দুর্দান্ত Smartphone পাবেন বিপুল ছাড়ে

Update: 2024-03-20 08:21 GMT

মিড-রেঞ্জ বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রচুর মানুষের পছন্দের তালিকায় থাকে OnePlus ব্র্যান্ড। সেক্ষেত্রে আপনিও দীর্ঘদিন ধরে '1' সংখ্যার লোগোযুক্ত একটি ভালো ফোন কেনার কথা ভেবে থাকেন তাও আবার সস্তায়, তাহলে এই বসন্ততেই আপনার সেই ইচ্ছেপূরণ হবে। আসলে আসন্ন রঙের উৎসব উপলক্ষে Amazon India-য় 'Holi Store' সেল লাইভ হয়েছে, যেখানে OnePlus 12 সিরিজ এবং OnePlus Nord সিরিজের দুর্দান্ত ফোনগুলি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে এই ফিচারে ঠাসা হ্যান্ডসেটগুলি হাতের মুঠোয় পেয়ে যাবেন। আসুন, এখন Amazon Holi Sale-এর উপলব্ধ সেরা অফারগুলি এক নজরে দেখে নিই।

এই OnePlus ফোনগুলিতে হোলি অফার দিচ্ছে Amazon

  • OnePlus Nord CE3 Lite 5G: 8 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত এই ফোনটির দাম 19,999 টাকা হলেও, এখন অ্যামাজনে এটি 2 হাজার টাকা ছাড়ে 17,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে প্রায় 1,000 টাকার ব্যাঙ্ক অফার, 900 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং আপ-টু 16,500 টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 67 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে 5,000 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার বর্তমান।

  • OnePlus Nord CE 3: সেলে এই ফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। এর সাথে 2,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 1,250 টাকা পর্যন্ত ক্যাশব্যাক কাজে লাগানো যাবে। মিলবে 22,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও।

ফিচার বলতে এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি প্রসেসর, 12 জিবি পর্যন্ত র‍্যাম, 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 80 ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

  • OnePlus 12R: এর 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 39,999 টাকা, কোম্পানি এতে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেনা। তবে ফোনটি কেনার সময় হাজার টাকার ব্যাঙ্ক অফার, 2,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 30,550 টাকার এক্সচেঞ্জ বোনাস (শর্তাবলি প্রযোজ্য) মিলবে।

এই ফোনে রয়েছে 120 হার্টজ 6.74 ইঞ্চি 1.5K এলটিপিও প্রো-এক্সডিআর অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

  • OnePlus 12: স্মার্টফোনটির 12 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 69,999 টাকা, তবে অ্যামাজন হোলি স্টোরে এটি কিনলে 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। মিলতে পারে 3,500 টাকার ক্যাশব্যাকও। এছাড়া পুরোনো ফোন বদলে নেওয়ার ক্ষেত্রে থাকবে 34,550 টাকার এক্সচেঞ্জ অফার।

ফিচারের দিক দিয়ে এই ফোনটি অত্যন্ত আকর্ষণীয়। এতে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট বিশিষ্ট 6.8 ইঞ্চি 2K ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং, 5,400 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।

Tags:    

Similar News