4 হাজার টাকার কমে Samsung Galaxy স্মার্টফোন: তাড়াতাড়ি কিনে ফেলুন, অফার শেষ আজই
আপনি কি এই মুহূর্তে Samsung-এর একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাও আবার একটু সস্তায়? তাহলে আজকের দিনটিই আপনার জন্য ইচ্ছেপূরণের সেরা সময় হতে পারে। আসলে এমনিতে এই ব্র্যান্ডের হ্যান্ডসেটগুলি দামী হলেও, Amazon-এর 'Deal of the day' অফারে আজ Samsung Galaxy M53 5G মডেলের ব্যাপক ডিসকাউন্ট রয়েছে। অফার বিশাল আকর্ষণীয় – এই ফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারে কেনা যাবে। আর সমস্ত স্কিম কাজে লাগাতে পারলে আপনার খরচ হবে ৪,০০০ টাকারও কম। চলুন, এখন Samsung Galaxy M53 5G-এ উপলব্ধ অফারসমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্যাপক সস্তায় Samsung Galaxy M53 5G ফোন কেনার সুযোগ দিচ্ছে Amazon
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩২,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের অফারে এই ফোনটি ৩৩ শতাংশ ছাড়ে ২১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে; অর্থাৎ আপনি এখন এই ফোন কিনলে ১১,০০০ টাকা বাঁচাতে পারবেন।
এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও অ্যামাজন প্ল্যাটফর্মে বিরাট সাশ্রয়ী এক্সচেঞ্জ অফারও উপলব্ধ। এই অফারটি ব্যবহার করে আপনি যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে ১৮,০৫০ টাকা পর্যন্ত ভ্যালু পাবেন। এক্ষেত্রে সমস্ত অফার মিলিয়ে আপনি মাত্র ৩,৯৪৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোন পেতে পারেন। এছাড়াও আপনি ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আরও সাশ্রয় করতে পারেন।
Samsung Galaxy M53-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এটি পারফরম্যান্সের জন্য অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৮৭৭ ডাইমেনসিটি ৯০০ প্রসেসর বহন করে, যেখানে এতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। এছাড়াও এতে থাকবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে এই স্যামসাং ফোনে ফটোগ্রাফির জন্য ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহার করা যাবে।