সেলের আগেই 45 শতাংশ সস্তা Xiaomi-র 108MP ক্যামেরার এই 5G ফোন, দাম পড়বে 3 হাজারের কম
অবশেষে পুজোর মাস এসেই পড়েছে! আর হাতে গোনা কয়েকটা দিন পরেই উৎসবের আলোয় সেজে উঠবে পশ্চিমবাংলা থেকে গোটা দেশ। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অধিকাংশ মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে আছেন, বাজার-অনলাইন চ্যানেল – চারদিকেই কার্যত অফারের ছড়াছড়ি। এমতাবস্থায় Amazon Great Indian Festival 2023 শুরুর আগেই 'কিকস্টার্টার ডিল' (Kickstarter Deal) হিসেবে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে স্পেশাল অফার লাইভ হয়েছে, যাতে বিভিন্ন স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই আপনি যদি পুজোর মুখে ২৫ থেকে ৩০ হাজার টাকা বাজেটে একটি নতুন ফোন কিনতে চান, তাহলে সেল অবধি অপেক্ষা না করে Amazon India-র এইসব অফার কাজে লাগাতে পারেন। আর এক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Xiaomi Mi 11X Pro 5G স্মার্টফোনটি। কেন একথা বলছি? আসুন জেনে নিই বিশদ।
Sale-এর আগেই সস্তায় মিলছে Xiaomi Mi 11X Pro 5G, কত দাম পড়বে?
আকর্ষণীয় ফিচারের কারণে শাওমির বেশিরভাগ ফোনই ভারতের মানুষের পছন্দের তালিকায় থাকে। সেক্ষেত্রে শাওমি এমআই ১১এক্স প্রো ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৭,৯৯৯ টাকা হলেও, এই মুহূর্তে অ্যামাজন এটিতে ৪৫% ছাড় দিচ্ছে। ফলত এই হ্যান্ডসেটটি এখন ২৬,২৪৮ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে আপনি এর দাম আরও ১,৫০০ টাকা কমাতে পারেন।
আবার, আপনি যদি পুরোনো কোনো স্মার্টফোনের বদলে এই শাওমি ফোনটি কিনতে চান, তাহলে ২৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানোর বিকল্প মিলবে। অর্থাৎ, কোনোভাবে সমস্ত অফার প্রযোজ্য হলে, আপনাকে খরচ করতে হবে মাত্র ১,৫৪৮ টাকা। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জের ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার ওপর।
Xiaomi Mi 11X Pro 5G-এর স্পেসিফিকেশন
শুধু অফার নয়, ফিচারের দিক দিয়েও আলোচ্য শাওমি ফোনটি লাভজনক। এক্ষেত্রে শাওমি এমআই ১১এক্স প্রো ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিটস পিক ব্রাইটনেস ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন থেকে শুরু করে এইচডিআর১০+ প্রযুক্তি পর্যন্ত বিকল্প মিলবে। এদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, যার সাথে মিলবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৫২০ এমএএইচ ব্যাটারি।
এছাড়াও ফটোগ্রাফির জন্য এই শাওমি ফোনটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। কানেক্টিভিটির জন্য এতে পাবেন ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6), ব্লুটুথ ৫.২ (Bluetooth 5.2) এবং ইউএসবি টাইপ সি পোর্ট।