দুদিনের জন্য দাম কমছে সমস্ত স্মার্টফোনের, দেখে নিন iPhone থেকে শুরু করে Redmi ফোনের নতুন মূল্য

By :  SUPARNA
Update: 2023-07-14 09:05 GMT

আগামীকাল অর্থাৎ ১৫ই জুলাই থেকে Amazon-এ শুরু হতে চলেছে Prime Day Sale। এটি ১৬ই জুলাই রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। আর এই দুই দিন ধরে আপনারা Apple থেকে শুরু করে OnePlus, Realme, Samsung, Xiaomi -এর মতো একাধিক নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোনকে ডিসকাউন্ট ও নানাবিধ ব্যাঙ্ক অফারের সাথে তুলনায় অনেকটাই সস্তায় কিনে নিতে পারবেন। তবে যেহেতু Amazon Prime Day Sale খুব অল্প সময় লাইভ থাকবে, সেহেতু আপনারা যদি আজ থেকেই নিজেদের উইশলিস্ট তৈরী করে না রাখেন, তবে পছন্দের মোবাইল অর্ডার করার আগেই তা 'সোল্ড আউট' হয়ে যেতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আজ আমরা উল্লেখিত সংস্থাগুলির যেসব স্মার্টফোনকে অফারের সাথে সেলে উপলব্ধ করা হবে তার একটি তালিকা পেশ করবো।

Amazon Prime Day Sale এর ব্যাঙ্ক পার্টনার

অ্যামাজন তাদের প্রাইম ডে সেলের জন্য SBI ও ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলয়েছে। এক্ষেত্রে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যেসকল ক্রেতারা কেনাকাটি করবেন তাদের ধার্য মূল্যের উপর ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীদেরও ১০% ডিসকাউন্ট অফার করা হবে। এছাড়া প্রাইম মেম্বাররা Bajaj Finserv ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপভোগ করতে পারবেন।

Amazon Prime Day Sale থেকে এই ব্র্যান্ডের স্মার্টফোন কিনুন ডিসকাউন্টের সাথে

Samsung স্মার্টফোনে অফার

  • অ্যামাজন প্রাইম ডে সেলে Samsung Galaxy M14 5G স্মার্টফোনকে ডিসকাউন্ট সহ ১৪,৪৯০ টাকায় বিক্রি করা হবে। তবে ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে এটিকে আরো সস্তায় অর্থাৎ ১২,৪৯০ টাকায় কেনা যাবে৷
  • ১৮,৯৯৯ টাকা দামের Samsung Galaxy M34 5G স্মার্টফোনকে আগামীকাল থেকে অ্যামাজন সেলে ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • Samsung Galaxy M53 5G স্মার্টফোনকে ডিসকাউন্টের পর মাত্র ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
  • সেলে Samsung Galaxy A34 5G স্মার্টফোনকে ৩০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।
  • এ-সিরিজের আরেকটি মডেল অর্থাৎ Samsung Galaxy A54 5G -কে ৪০,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করা যাবে।
  • Samsung Galaxy S23 5G স্মার্টফোনের দাম সেলে ৭৪,৯৯৮ টাকা রাখা হবে।
  • Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোনকে ছাড়ের সাথে ১,২৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।

Apple iPhone-এর উপর অফার

  • ৭০,৯৯৯ টাকা মূল্যের Apple iPhone 14 মডেলকে সেলে ৬৬,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
  • iPhone 14 Plus আগামীকাল থেকে শুরু করে ১৬ই জুলাই পর্যন্ত ৭৯,৯৯৯ টাকা মূল্যে সেলে তালিকাভুক্ত থাকবে।
  • iPhone 14 Pro -কে আপনারা অ্যামাজন সেল থেকে ১,১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

OnePlus স্মার্টফোনে অফার

  • ১৯,৯৯৯ টাকা দামের OnePlus Nord CE 3 Lite 5G -কে সেলে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • লঞ্চের সময়ে OnePlus Nord 3 স্মার্টফোনের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছিল। তবে সেলে এটিকে ১,০০০ টাকা ছাড়ের সাথে ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
  • OnePlus Nord 2T ফোনকে ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • আর OnePlus 10R ফোনকে সেলে ৩২,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।

Xiaomi স্মার্টফোনে অফার

  • Redmi 12C ফোনকে আগামী ২ দিন পর্যন্ত ডিসকাউন্টের সাথে ৭,৮৯৯ টাকায় পাওয়া যাবে। কিন্তু সেল শেষ হয়ে গেলে এর দাম পুনরায় বেড়ে ৮,৪৯৯ টাকা হয়ে যাবে।
  • Redmi Note 12 5G স্মার্টফোনকে ১৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
  • একই সাথে Redmi K50i 5G স্মার্টফোনের দাম সেলে ২৫,৯৯৯ টাকা থেকে কমিয়ে ২০,৯৯৯ টাকা করে দেওয়া হয়েছে।

iQOO স্মার্টফোনের সাথে অফার

  • অ্যামাজন প্রাইজ ডে সেলে ১৫,৪৯৯ টাকা বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হওয়া iQOO Z6 Lite ফোনকে মাত্র ১৩,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।
  • যেখানে কিনা iQOO Z7s 5G স্মার্টফোনের দাম ১৯,৯৯৯ টাকা থেকে ১৭,৪৯৯ টাকায় নেমে আসবে।
  • আর iQOO Neo 7 Pro -কে ৩৪,৯৯৯ টাকার পরিবর্তে ৩৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Realme স্মার্টফোনে অফার

  • Realme Narzo N55 স্মার্টফোনকে অ্যামাজন সেল থেকে ১০,২৪৯ টাকায় কেনা যাবে। এর আসল দাম ১০,৯৯৯ টাকা।
  • ১৭,৯৯৯ টাকা দামের Realme Narzo 60 স্মার্টফোনকে ১৬,৪৯৯ টাকায় কেনা যাবে।
  • Realme Narzo 50 Pro মডেলটিকে ১৫ এবং ১৬ই জুলাই অ্যামাজনে ১৮,৪৯৯ টাকার বদলে ১৮,২৪৯ টাকায় বিক্রি করা হবে।
  • এছাড়া Realme Narzo 60 Pro স্মার্টফোনকে আপনার মাত্র ২২,৪৯৯ টাকায় পেয়ে যাবেন। তবে ১৬ই জুলাই রাত ১২টা বাজলেই এটিকে পুনরায় ২৩,৯৯৯ টাকা খসিয়ে কিনতে হবে।

Tags:    

Similar News