13000 টাকা ছাড়, আজ Samsung-এর এই 3টি বাজেট Smartphone পাবেন দারুণ সস্তায়
বিগত এক দশকে ভারতের মোবাইল বাজারে চীনা কোম্পানিগুলি এমনই সাড়া ফেলেছিল যে, এক সময়ের ভরসা Samsung, Nokia কিংবা দেশীয় Micromax-রা বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে এখন আবার চেনা ছবি পাল্টেছে – একের পর এক নতুন হ্যান্ডসেট (বিশেষ করে বাজেট রেঞ্জে) লঞ্চ করে Samsung আবারও ইন্ডিয়ান মার্কেটে শীর্ষস্থান দখল করেছে। এমতাবস্থায় আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন এবং এক্ষেত্রে ব্র্যান্ড হিসেবে আপনার পছন্দ হয় Samsung, তাহলে আজকের দিনটি কিন্তু আপনার ইচ্ছেপূরণের জন্য সঠিক হতে পারে। আসলে গত ১৬ই জুন থেকে Amazon India-তে 'Smartphone Bonanza' নামে একটি বিশেষ সেল চলছে যাতে বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি Samsung-এর Galaxy M14 5G ba Galaxy M13-এর মতো মোবাইল ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার এবং ইএমআইয়ে কেনার সুযোগ মিলছে। তবে আজ ১৯ তারিখ এই সেলের শেষদিন, তাই আপনাকে হাতে থাকা সময় ঝটপট কাজে লাগাতে হবে! আপনার সুবিধার জন্য আমরা এখন Amazon Sale-এ আকর্ষণীয় অফারে উপলব্ধ কয়েকটি Samsung ফোনের কথা বলব।
সস্তায় মিলছে Samsung-এর এই ফোনগুলি, অফার শেষ আজ রাতেই
১. Samsung Galaxy M04: চলতি অ্যামাজন স্মার্টফোন বোনানজা সেলে স্যামসাংয়ের এই বাজেট স্মার্টফোনটি ৭,২৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ৬,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার উপলব্ধ।
ফিচার বলতে এই হ্যান্ডসেটটিতে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
২. Samsung Galaxy M13: এখন এই স্মার্টফোনটির দাম পড়বে ১০,৯৯৯ টাকা। এক্ষেত্রে পুরোনো ফোনের বিনিময়ে আপনি পাবেন ১০,২০০ টাকা। এটি অ্যাকোয়া গ্রিন, মিডনাইট ব্লু এবং স্টার ডাস্ট গ্রিন রঙে কেনা যাবে।
এই ফোনটিতে পাবেন ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
৩. Samsung Galaxy M14 5G: অ্যামাজন সেলে বাজেট রেঞ্জের এই ৫জি ফোনের ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৩,৯৯০ টাকা। এতে আপনি ১৩,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট কাজে লাগাতে পারবেন। সাথে থাকবে ব্যাঙ্ক অফার ও ইএমআইয়ে কেনাকাটার সুবিধা।
এই ফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল), ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি, এক্সিনস ১৩৩০ অক্টা-কোর প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।