IPL উপলক্ষে টিভির বদলে স্মার্টফোন সেল দিচ্ছে Amazon, OnePlus সহ এই 10টি মোবাইল ছাড়ে পাবেন
বর্তমানে গোটা ভারত ক্রিকেট জ্বরে কাঁপছে, কেননা প্রায় দু-সপ্তাহ ধরে চলছে IPL 2024 ইভেন্ট। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় টিভিতে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। তবে স্রোতের বিপরীতে হেঁটে ক্রিকেট মরসুম উদযাপন করার জন্য Amazon India এখন স্মার্টফোনে অফার দিচ্ছে – ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 'Amazon Smartphones Premier League' নামক সেল শুরু হয়েছে যেখানে OnePlus, Samsung, Realme, Xiaomi, iQOO, Poco ইত্যাদি বহু ব্র্যান্ডের স্মার্টফোন কম দামে কেনা যাবে। সাথে থাকবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং স্কিমের সুবিধাও। এই প্রতিবেদনে আমরা চলতি Amazon Sale-এর 10টি সেরা অফার সম্পর্কে কথা বলব।
IPL-এ টিভি নয়, স্মার্টফোনে এইসব অফার দিচ্ছে Amazon
১. Redmi 13C 4G: ব্যাঙ্ক অফার সমেত এর দাম 6,699 টাকা।
এই ফোনটিতে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.74 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
২. Tecno Spark 20C: এই ফোনটি ব্যাঙ্ক অফারসহ 7,999 টাকায় কেনা যাবে।
এতে 6.56 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, হেলিও জি36 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ডুয়াল স্টিরিও স্পিকার ইত্যাদি ফিচার আছে।
৩. Poco M6 Pro 5G: ব্যাঙ্ক অফারে এর দাম পড়বে 8,999 টাকা।
এই ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.79 ইঞ্চি ফুলএইচডি+ অ্যাডাপ্টিভ-সিঙ্ক্ এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন জেন 2 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান।
৪. Redmi 13C 5G: এটি নূন্যতম 9,499 টাকায় কেনা যাবে।
ফোনটির ফিচার প্রায় 4জি ভ্যারিয়েন্টটির মতোই, তবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর এবং নতুন প্রজন্মের নেটওয়ার্ক সাপোর্ট মিলবে।
৫. Realme Narzo 60x 5G: ব্যাঙ্ক অফারে ফোনটি 9,999 টাকায় পেয়ে যাবেন।
এতে 6.72 ইঞ্চি ডায়নামিক আল্ট্রা স্মুথ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার পাবেন।
৬. iQOO Z6 Lite 5G: এর দাম 10,999 টাকা (ব্যাঙ্ক অফারসহ)।
এই ফোন কিনলে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.58 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেইন ক্যামেরা পাওয়া যাবে।
৭. Realme Narzo 70 Pro 5G: ব্যাঙ্ক অফারসহ ফোনটির দাম 18,999 টাকা।
এটি 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এর অন্যতম আকর্ষণ এয়ার জেস্টচার ফিচার।
৮. iQOO Z9 5G: এর দাম শুরু 19,999 টাকা থেকে, তবে ব্যাঙ্ক অফার কাজে লাগালে 17,499 টাকা পেমেন্ট করতে হবে।
স্মার্টফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।
৯. OnePlus Nord CE4 5G: সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি অ্যামাজন থেকে 23,499 টাকায় কেনার সুযোগ রয়েছে।
এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,500 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
১০. OnePlus 12R 5G: ব্যাঙ্ক অফার কাজে লাগালে এটি 38,999 টাকায় মিলবে।
এই ফোনে রয়েছে 120 হার্টজ 6.74 ইঞ্চি 1.5K এলটিপিও প্রো-এক্সডিআর অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।