চালাকি করতে গিয়ে বিপদে Apple, iPhone মালিকদের চোখে ধুলো দিয়ে করতে চেয়েছিল এই কাজ

Update: 2023-05-06 06:31 GMT

iPhone Battery Issue: Apple এর বিরুদ্ধে লাখ লাখ আইফোনে খারাপ ব্যাটারি দেওয়ার অভিযোগ উঠল। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমে এই ঘাটতি আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও অনেকে সরব হয়েছেন। পুরো বিষয়টি অ্যাপল প্রোডাক্ট ব্যবহারকারীদের না জানিয়ে করা হয়েছে। আর এই কারণেই জনপ্রিয় এই টেক ব্র্যান্ডের বিরুদ্ধে ২ বিলিয়ন ডলারের (প্রায় ১৬৩ কোটি টাকা) মামলা করা হয়েছে।

Apple ভুল স্বীকার করেছে

Apple স্বীকার করেছে যে iPhone 6S মডেলের কিছু ইউনিটে ব্যাটারির সমস্যা ছিল। যদিও সংস্থাটি বলেছে যে, তারা সাথে সাথেই পদক্ষেপ নিয়েছিল এবং সমস্যাটি দূর করেছিল। আর বেশির ভাগ স্মার্টফোনেই এই সমস্যা ছিল না। তাই সব iPhone 6S মডেল নিয়ে যে প্রশ্ন উঠছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আইফোন মালিকদের চিন্তিত হওয়ার কিছু নেই।

কে মামলা করেছে

তবে Apple-এর কথার সাথে সম্মত হতে পারেননি যুক্তরাজ্যের জাস্টিন গুটম্যান নামের এক ব্যক্তি। তিনি সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১.৬ বিলিয়ন পাউন্ডের মামলা করা হয়েছে। এর মধ্যে সুদও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ করা হয়েছে যে, অ্যাপল আইফোনের ব্যাটারির ত্রুটি লুকিয়ে রেখে এবং ব্যবহারকারীদের না জানিয়ে পাওয়ার ম্যানেজমেন্ট টুল ইনস্টল করে তা ঠিক করার চেষ্টা করেছে। উল্লেখ্য, iOS 15.4 অপারেটিং সিস্টেম ফোনে ইনস্টলের পর অনেকেই ব্যাটারি ফুরিয়ে যাওয়ার অভিযোগ করেন। কিছু ব্যবহারকারী জানান, নতুন আপডেটের পর ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

Tags:    

Similar News