বছরের শুরুতে iPhone ব্যবহারকারীদের চাপে ফেললো Apple, ব্যাটারি বদল করতে গিয়ে পড়তে হবে সমস্যায়
নতুন বছরের শুরুতেই ধাক্কা খেল কোটি কোটি Apple গ্রাহক। আজ্ঞে হ্যাঁ! আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন এবং আপনার আইফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, তাহলে নতুন বছরে ব্যাটারি বদলানোর জন্য আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। আজ Apple তাদের ব্যাটারি রিপ্লেসমেন্ট প্ল্যান আপডেট করেছে, যা আগামী মার্চ থেকে কার্যকর হবে।
অ্যাপল ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়া আইফোনের ব্যাটারি পাল্টানোর জন্য ২০ ডলার (প্রায় ১,৭০০ টাকা) অতিরিক্ত চার্জ করবে। সেক্ষেত্রে, বর্তমানে যেখানে iPhone 13, iPhone 12, iPhone 11 ও iPhone XR -এর ব্যাটারি পরিবর্তন করতে ৬৯ ডলার (প্রায় ৫,৭০০ টাকা) খরচ হয়, সেখানে ১ মার্চ থেকে এর জন্য খরচ হবে ৮৯ ডলার (প্রায় ৭,৩০০ টাকা)। আবার iPhone SE, iPhone 8 ও অন্যান্য পুরনো মডেলের ব্যাটারি পরিবর্তন করতে ৪৯ ডলার (প্রায় ৪ হাজার টাকা) ব্যয় করতে হয়। আর বর্তমানে iPhone 14 সিরিজের ব্যাটারি রিপ্লেসমেন্ট করা হচ্ছে ৯৯ ডলার (প্রায় ৮,১০০ টাকা) মূল্যে।
নতুন ফোনে থাকবে Apple A17 চিপ
চলতি বছরে লঞ্চ হতে চলেছে iPhone 15 সিরিজ। এই সিরিজের ফোনে ব্যবহার করা হবে এ১৭ বায়োনিক চিপসেট। এই চিপসেট হবে এ১৬ বায়োনিক চিপসেটের থেকে ৩৫ শতাংশ দ্রুত। তবে জানিয়ে রাখি, শুধুমাত্র আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স, এ১৬ প্রসেসরের এর সাথে এসেছে। এই সিরিজের অন্য দুটি মডেলে রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট।
ব্যাটারি ক্ষমতা জানায় না Apple
অ্যাপল সরাসরি তাদের কোনও প্রডাক্টের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানায়না। তবে কিছু বেঞ্চমার্ক রিপোর্ট অনুসারে, আইফোন ১৪ এ ৩২৭৯ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর আইফোন ১৪ প্লাস ৪৩২৫ এমএএইচ, আইফোন ১৪ প্রো ৩২০০ এমএএইচ এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৪৩২৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।