Jio-র ধামাকাদার অফার, 11 হাজার টাকার বেশি ছাড়ে মিলছে লেটেস্ট iPhone 14 Plus
আধ খাওয়া আপেলের লোগোযুক্ত ফোন হাতের মুঠোয় রাখার ইচ্ছে কার না থাকে! সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে iPhone কেনার পরিকল্পনা করেন, আর আপনার পছন্দের তালিকার একদম প্রথমে থাকে Apple-এর লেটেস্ট স্মার্টফোনগুলি, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে এখন Reliance Jio-র ই-কমার্স প্ল্যাটফর্ম JioMart-এ 'Mobile & Electronics Fest' নামে একটি সেল চলছে, যেখানে মাত্র পাঁচ মাস আগে লঞ্চ হওয়া iPhone 14 Plus মডেলে মিলছে ব্যাপক ছাড়। আবার এর সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার কাজে লাগানোর সুবিধাও। সেক্ষেত্রে সস্তায় iPhone পকেটস্থ করতে চাইলে আপনাকে আগামী ২৬ তারিখের মধ্যে কেনাকাটা সেরে ফেলতে হবে, কারণ এই দিন পর্যন্তই সেলটি লাইভ থাকবে। যাইহোক আসুন, এখন দেখে নিই iPhone 14 Plus ফোনে Jio (মানে JioMart) ঠিক কী অফার দিচ্ছে।
লেটেস্ট iPhone 14 Plus-এর ওপর ১১,০০০ টাকার ছাড় দিচ্ছে JioMart
অ্যাপল আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস তথা এমআরপি (MRP) ৮৯,৯০০ টাকা, তবে জিওমার্ট মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেস্ট সেলে এই আইফোনে ১২% ডিসকাউন্ট মিলছে। ফলত হ্যান্ডসেটটি এখন ৭৮,৯০০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফোনটির ২৫৬ জিবি মডেলেও একইরকম ফ্ল্যাট ডিসকাউন্ট উপলব্ধ – এটি ৯৯,৯০০ টাকার বদলে ৮৮,৯০০ টাকায় কেনা যাবে।
এত গেল সাধারণ ছাড়ের কথা! এছাড়াও যদি কেউ ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda), ফেডারেল (Federal) ব্যাঙ্ক এবং আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে আইফোন ১৪ প্লাস ফোনটি কিনলে ১০% অতিরিক্ত ছাড় পাবেন। অর্থাৎ সব মিলিয়ে এই লেটেস্ট আইফোন কেনার সময় ১১,০০০ টাকার বেশি সাশ্রয় করা যাবে।
iPhone 14 Plus-এর স্পেসিফিকেশন
আইফোন ১৪ প্লাসে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। হ্যান্ডসেটটি এ১৫ (A15) বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হয় এবং এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা রয়েছে; সাথে রয়েছে ৪,৩২৩ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। আবার ফটোগ্রাফির জন্য এই আইফোনে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।