4000 টাকা ছাড়ে Apple iPhone 14, এই মহা সুযোগ হাতছাড়া করবেন না
Apple iPhone এর দাম আকাশছোঁয়া হওয়ায়, ইচ্ছা থাকলেও অনেকেই কিনতে পারেন না। তবে আপনি চাইলে এই মুহূর্তে সস্তায় iPhone 14 মডেলটি কিনতে পারবেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ ৭০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত ফোনটি এখন ব্যাঙ্ক ও ক্যাশব্যাক অফার সহ পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি অ্যাপলের কোনো ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। চলুন iPhone 14 কত কমে এখন পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
সস্তায় iPhone 14 কেনার সুযোগ
আইফোন ১৪-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৭০,৯৯৯ টাকায়। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৪০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।
তাছাড়া প্রতিমাসে ২৯৫৯ টাকা নো কস্ট ইএমআই দিয়েও আইফোন ১৪ বাড়ি আনা যেতে পারে। আবার পুরোনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে পাওয়া যেতে পারে ৩৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। শুধু তাই নয়, নির্বাচিত কয়েকটি মডেলের ক্ষেত্রে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড়ও পাওয়া মিলতে পারে।
Apple iPhone 14-এর স্পেসিফিকেশন ও ফিচার
Apple iPhone 14-এ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে উপস্থিত এবং এটি এ১৫ বায়োনিক চিপসেট দ্বারা চালিত। এছাড়া, হ্যান্ডসেটটিতে এইচডিআর ডিসপ্লে, ট্রু টোন, হ্যাপট্রিক টাচ-এর মত বৈশিষ্ট্যও রয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী ওলিওফোবিক আবরণও দেওয়া হয়েছে।
Apple iPhone 14-এ ফটোগ্রাফির জন্য ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সাথে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল সিম সমর্থিত ফোনটি আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। আর এই স্মার্টফোনটিতে ফেস আইডি, ব্যারোমিটার, হাই ডাইনামিক রেঞ্জ গাইরো, হাই জি অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি সেন্সর, ডুয়াল অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর-এর মত সেন্সরও দেওয়া হয়েছে।