উত্তেজনার পারদ চড়ছে, লঞ্চের আগেই Apple iPhone 15 এর ডামি মডেলের ছবি ফাঁস, রয়েছে একাধিক আপগ্রেড

Update: 2023-09-01 08:57 GMT

Apple চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই তাদের বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। মার্কিন প্রযুক্তি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের পরবর্তী লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে এবং আশা করা যায় এই ইভেন্টেই iPhone 15 সিরিজটি উন্মোচিত হবে। আসন্ন লাইনআপে স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max - এই চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির লঞ্চের আগে এবার, ডামি iPhone 15-এর লাইভ চিত্রগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। আসুন এগুলি থেকে আপকামিং আইফোন মডেল সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iPhone 15-এর ডামি ইউনিটের লাইভ ইমেজ

সনি ডিকসনের সাম্প্রতিক এক্স (টুইটার) পোস্টে আইফোন ১৫-এর ডামি মডেলের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবিগুলি আসন্ন আইফোনের পিঙ্ক, গ্রে, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন- এই কালার অপশনগুলি প্রদর্শন করেছে৷ এটি আগের রিপোর্টগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এর আগে অ্যাপল লোগোর আমন্ত্রণটি ব্ল্যাক, ব্লু এবং গ্রে- এই কালার শেডগুলির দিকে ইঙ্গিত করেছিল। তাই মনে করা হচ্ছিল যে, এগুলি সম্ভবত আইফোন ১৫-প্রো এর রঙের বিকল্প হবে।

বিভিন্ন কালার অপশন প্রকাশ করার পাশাপাশি, সনি ডিকসনের ছবিগুলি আইফোন ১৫-এ লাইটনিং পোর্টকে প্রতিস্থাপন করে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করে। এটি লক্ষ্যণীয় যে, আইফোনগুলিতে অ্যাপল দীর্ঘ সময় ধরে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি লাইটনিং পোর্ট ব্যবহার করেছে। তবে সনি ডিকসনের এক্স পোস্টে iPhone 15 মডেলটিকে ইউএসবি-সি পোর্টের সাথে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) নতুন নিয়মাবলী মেনে সম্পূর্ণরূপে ইউএসবি-সি পোর্টে স্যুইচ করছে।

উল্লেখ্য, ব্লুমবার্গের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে অ্যাপল আগামী ১২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজের ডিভাইসগুলির পাশাপাশি ইউএসবি-সি চার্জিং কেস সহ নতুন AirPod-ও লঞ্চ করবে, যা ইউজারদের জন্য এই ডিভাইসগুলিকে একসাথে ব্যবহার করা আরও সুবিধাজনক করে তুলবে।

Tags:    

Similar News