শুধু প্রো নয়, সস্তা iPhone 15 ও iPhone 15 Plus মডেলেও থাকবে এই নয়া বৈশিষ্ট্য

By :  SUPARNA
Update: 2023-08-25 05:44 GMT

ইউরোপীয় ইউনিয়ন (EU) কিছুমাস আগে সমস্ত স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার নিয়ম জারি করেছিল। ছাড় দেওয়া হয়নি বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড Apple -কেও। ফলে আসন্ন iPhone মডেলগুলিতে তারা লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করতে চলেছে বলে খবর। যদিও কয়েকদিন পরে লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজে আদৌ ইউএসবি টাইপ-সি পোর্টের দেখা মিলবে কিনা সেই নিয়ে তর্ক-বিতর্কের অন্ত ছিল না। কিন্তু আজ এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, চলতি বছরে লঞ্চের মুখ দেখতে চলা প্রত্যেকটি আইফোন মডেলেই ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে থাকবে। মূলত ইউএসবি কেবল লাইটনিং পোর্টের তুলনায় দ্রুত চার্জিং এবং ডেটা ট্রান্সফার সাপোর্ট করায় এই পদক্ষেপটি নেওয়া হতে পারে। যদিও সিরিজের iPhone 15 এবং iPhone 15 Plus -এর সাথে তুলনায় কম স্পিডের ইউএসবি পোর্ট দেওয়া হবে বলে কয়েকটি রিপোর্টে এখন দাবি করা হচ্ছে। এই খবর সত্যি হলে আলোচ্য দুটি ফোন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ধীর পারফরম্যান্স দেবে।

Apple প্রোডাক্ট বিশ্লেষক তথা টিপস্টার মাজিন বু (Majin Bu) -এর একটি লেটেস্ট X (পূর্বে Twitter নাম পরিচিত) পোস্ট থেকে জানা গেছে, iPhone 15 এবং iPhone 15 Plus মডেল দুটির সাথে ইউএসবি টাইপ-সি কেবল দেওয়া হবে। এই কেবল ইউএসবি ২.০ (USB 2.0) বা ৪৮০এমবিপিএস স্পিড অফার করবে। দেখতে গেলে এই স্পিড আগের আইফোনগুলির সাথে দেওয়া লাইটনিং পোর্টের অনুরূপ। এমনকি ইউএসবি টাইপ-সি কেবলের চার্জিং ক্যাপাসিটিরও লাইটনিং পোর্টের মতোই ২০ ওয়াট থাকবে বলে দাবি করা হয়েছে।

https://twitter.com/MajinBuOfficial/status/1694463233183101216

বিপরীতে অপর এক প্রখ্যাত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) জানিয়েছেন, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স/আল্ট্রা মডেলে ইউএসবি ৩.২ (USB 3.2) বা থান্ডারবোল্ট ৩ (Thunderbolt 3) পোর্ট সমর্থন করতে পারে। যা ৪০ জিবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার স্পিড অফার করবে। যার অর্থ, আইফোন ১৫ সিরিজের 'প্রো' মডেলগুলি 'নন-প্রো' ফোন দুটির তুলনায় অধিক দ্রুততার সাথে ভারী ভিডিও এবং বড় সাইজের ফাইল স্থানান্তর করতে সক্ষম হবে।

তদুপরি মাজিন বু আরো দাবি করেছেন যে - সিরিজের প্রত্যেকটি আইফোন মডেলের রিটেল বক্সে মোটা এবং আরও টেকসই ব্রেইডেড ইউএসবি টাইপ-সি চার্জিং কেবল দেওয়া হবে। এই ইউএসবি কেবল বিদ্যমান আইফোনগুলির সাথে আসা লাইটনিং কেবলের চেয়ে লম্বায় ৫০% বড় হবে বলেও জানা গেছে। আর সবথেকে মজার বিষয় হল, কেবলগুলিকে আইফোনের রঙের সাথে মিলিয়ে নিয়ে আসা হবে। অর্থাৎ ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টগুলিকে সম্ভবত - হোয়াইট, ব্ল্যাক, ইয়ালো, ব্লু এবং অরেঞ্জ কালারে পাওয়া যাবে।

সর্বোপরি iPhone 15 সিরিজের জন্য উপলব্ধ ইউএসবি টাইপ-সি চার্জিং কেবলে 'মেড ফর আইফোন' (MFI) সার্টিফিকেশন চিপের উপস্থিতি আর আবশ্যক বলে ধরা হবে না বলে জানা গেছে।

Tags:    

Similar News