iPhone 15 Pro কেনা সহজ করে দিল Flipkart, এখন অর্ডার করলে পাবেন অবিশ্বাস্য এক্সচেঞ্জ Offer

Update: 2024-03-30 15:06 GMT

নতুন আইফোন সিরিজ লঞ্চ হয়েছে আজ প্রায় ছয় মাস হল। ইতিমধ্যেই এই নতুন প্রযুক্তিবিশিষ্ট স্মার্টফোনগুলি বিশ্বব্যাপী প্রচুর মানুষ কিনেছেন। তবে আপনি যদি এখনও অবধি Apple iPhone 15 লাইনআপের কোনো একটি মডেল কিনবেন বলে ভেবেও মোটা অঙ্কের দামের জন্য ইচ্ছে পূরণ করতে না পারেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ একটি অফারের হদিশ। এই মুহূর্তে Flipkart-এ iPhone 15 Pro আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে – এতে কয়েক হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট তো পাবেনই, সাথে থাকবে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের সুবিধা। ঠিক কত দামে কেনা যাবে iPhone 15 Pro? কী ফিচারই বা আছে এটিতে? চলুন দেখে নিই।

সেলে iPhone 15 Pro-তে দারুণ ছাড় দিচ্ছে Flipkart

অ্যাপল আইফোন 15 প্রো ফোনের 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 1,34,900 টাকা, তবে সম্ভবত মান্থ এন্ড মোবাইল ফেস্ট সেলের কারণে ফ্লিপকার্টে এটি 5% ফ্ল্যাট ডিসকাউন্টে 1,27,990 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 3,000 টাকা ছাড় কাজে লাগানো যাবে, মিলবে নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও। একইভাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহারে 5% ক্যাশব্যাক পেতে পারেন।

যদিও সবচেয়ে আশ্চর্যজনক হল এই আইফোনে উপলব্ধ এক্সচেঞ্জ অফার – আপনি যদি নিজের পুরোনো কোনো স্মার্টফোন বদলে এটি কেনার চেষ্টা করেন, তাহলে আপ টু 62,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট কাজে লাগাতে পারবেন। যদিও এই ছাড়ের অ্যামাউন্ট নির্ভর করবে পুরোনো ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর।

Apple iPhone 15 Pro-এর স্পেসিফিকেশন

আইফোন 15 প্রো স্মার্টফোনটিতে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে (রেজোলিউশন 2556×1179 পিক্সেল) রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব 6 কোর এ17 প্রো বায়োনিক প্রসেসর, যার সাথে 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দেখা যাবে 3,274 এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বহন করবে।

Tags:    

Similar News