iPhone 15: সামনে এল বিশ্বের সবচেয়ে দামী আইফোন, কিনতে গেলে বেচতে হবে জমি-বাড়ি!
দীর্ঘ জল্পনা কাটিয়ে সবেমাত্র লঞ্চ হয়েছে Apple iPhone 15 সিরিজ। স্বাভাবিকভাবেই এখন টেক দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দু লেটেস্ট iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max ফোনগুলি – কারণ এগুলিতে কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তি তথা ফিচার দিয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য বিষয়টি হল যে এবারের নতুন iPhone 15 সিরিজের সর্বোচ্চ দামের অঙ্ক প্রথমবার ২ লাখের গণ্ডি ছুঁয়েছে। তবে মজার ব্যাপার এটাই, সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল iPhone 15 Pro Max কিন্তু বিশ্বের সবচেয়ে দামি iPhone নয়। বরঞ্চ নতুন লাইনআপ লঞ্চের পরপরই, Caviar কোম্পানি Apple iPhone 15 Pro-এর একটি কাস্টম ডায়মন্ড স্নোফ্লেক (Diamond Snowflake) ভ্যারিয়েন্ট উপলব্ধ করেছে। আর, এই কাস্টমাইজড iPhone-এর দাম এতটাই বেশি যে আপনি আশ্চর্য হতে বাধ্য!
যারা জানেন না তাদের অবগতির জন্য বলে রাখি, ক্যাভিয়ার, এমন একটি সংস্থা যা আইফোনের টপ কভার মানে বাইরের ডিজাইন সম্পূর্ণরূপে কাস্টমাইজ করে। এই সংস্থা, একটি নতুন মূল্যবান আইফোন মডেল তৈরি করতে বাটন থেকে শুরু করে ব্যাক প্যানেল পর্যন্ত সবকিছু পরিবর্তন করে, যদিও এতে সামগ্রিক ফিচারের কোনো পরিবর্তন হয়না। সেক্ষেত্রে ক্যাভিয়ার সম্প্রতি আইফোন ১৫ প্রো-এর কাস্টম ডায়মন্ড স্নোফ্লেক ভ্যারিয়েন্ট তৈরি করেছে। আসুন, এর দাম এবং বিশেষত্ব এক নজরে দেখে নিই।
iPhone 15 Pro-এর কাস্টম Diamond Snowflake ভ্যারিয়েন্টের মূল্য
আইফোন ১৫ প্রো-এর কাস্টম ডায়মন্ড স্নোফ্লেক মডেলের দাম রাখা হয়েছে ৫,৬৪,০৬০ ডলার (ভারতীয় মূল্যে ৪,৬৭,৮৬,২৩৮ টাকা)। এটি ফোনের ১ টিবি স্টোরেজ সংস্করণের দাম।
iPhone 15 Pro-র কাস্টম Diamond Snowflake ভ্যারিয়েন্টের ফিচার
আইফোনের দাম এমনিতেই সবসময় বেশির দিকে থাকে, কিন্তু লাখের গণ্ডি ছাড়িয়ে যদি একটি আইফোন কেনার জন্য ৫ কোটির কাছাকাছি খরচ করতে হয় তাহলে তার বিশেষত্ব নিয়ে প্রশ্ন ওঠে বৈকি। সেক্ষেত্রে বলি, আইফোন ১৫ প্রো-এর কাস্টম ডায়মন্ড স্নোফ্লেক ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার সাধারণ মডেলটির মতোই। তবে এই ফোনের কেসটি ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি, আর এর সাথে ৫৭০ পিস বিলাসবহুল হীরে বসানো হয়েছে। এই আইফোনের ডিজাইনের জন্য ব্যবহার করা হয়েছে প্ল্যাটিনামও – এটি ৫টি সিকিউরিটি লেভেল বহন করবে।