Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra: সবচেয়ে সেরা আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কে এগিয়ে

By :  SUPARNA
Update: 2023-09-14 17:13 GMT

গত ১২ই সেপ্টেম্বর আড়ম্বরের সাথে ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হয় iPhone 15 সিরিজ। এই সিরিজের টপ-এন্ড মডেল হল Apple iPhone 15 Pro Max। স্বাভাবিক ভাবেই স্মার্টফোন প্রেমীরা এখন এই ডিভাইসের সাথে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন Samsung Galaxy S23 Ultra এর তুলনা করছে। দুটি ফোনেই একাধিক লেটেস্ট ফিচার রয়েছে। যদিও দামের দিক থেকে আইফোন মডেলটি যথেষ্টই ব্যয়বহুল। তাই চলুন Apple iPhone 15 Pro Max নাকি Samsung Galaxy S23 Ultra, কে সেরা তা জানতে এদের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : দাম

ভারতে অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলকে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯০০ টাকা ধার্য করা হয়েছে। আর ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজ যুক্ত উচ্চতর বিকল্পের দাম থাকছে যথাক্রমে ১,৭৯,৯০০ টাকা ও ১,৯৯,৯০০ টাকা। এটি - ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচেরাল টাইটেনিয়াম ও ব্লু টাইটেনিয়াম কালার অপশনে এসেছে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের দাম শুরু হচ্ছে ১,২৪,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ সহ আসা টপ-অফ-দ্য-লাইন মডেলের দাম যথাক্রমে ১,৩৪,৯৯৯ টাকা ও ১,৫৪,৯৯৯ থাকছে। এটি – ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালারে এসেছে। তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটিকে অতিরিক্তভাবে আরো চারটি কালার অপশনে পাওয়া যাবে, যথা – রেড, গ্রাফাইট, লাইম এবং স্কাই ব্লু।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : ডিসপ্লে, সেন্সর

টাইটেনিয়াম অ্যালয় চ্যাসিসের সাথে আসা অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে ৬.৭-ইঞ্চির (২৭৯৬ x ১২৯০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন - ২০০০ নিট পিক ব্রাইটনেস প্রদানের পাশাপাশি এলটিপিও প্রযুক্তিও অফার করে। আবার ডিসপ্লেটি অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (প্রো-মোশন) এবং অলওয়েজ অন‌ ডিসপ্লে ফিচারও সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফেস আইডি বর্তমান।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৮-ইঞ্চির এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া এই ডিসপ্লে – ১৭৫০ নিট পিক ব্রাইটনেস, ৫-১ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ প্রযুক্তি এবং ৮৯.৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

Apple iPhone 15 Pro Max -এ সংস্থার নতুন তথা শক্তিশালী ৩এনএম প্রসেসিং যদি ভিত্তিক এ১৭ বায়োনিক চিপসেট রয়েছে। এটি একটি ৬ কোর প্রসেসর, যার সাথে ৬ কোর জিপিইউ উপস্থিত। এটি আইওএস ১৭ (iOS 17) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৮ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত রম পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ বর্তমান।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে এফ/১.৭৮ অ্যাপারচার ও OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০৩ প্রাইমারি সেন্সর বর্তমান, যা কম আলোয় দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। আর সহায়ক ক্যামেরা হিসাবে এতে - ৫এক্স অপটিক্যাল জুম ও ১২০এমএম ফোকাল লেন্থ সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং এফ/২.২ অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার পাওয়া যাবে। এছাড়া, এই আইফোনের সামনে এফ/১.৯ অ্যাপারচার ও OIS সমর্থিত ১২ মেগাপিক্সেরল সেলফি ক্যামেরা বর্তমান। এই ফ্রন্ট সেন্সরটি - HDR প্রযুক্তি ও সিনেমেটিক মোড সাপোর্ট করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার লেন্স ও ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

কানেক্টিভিটি অপশন হিসাবে অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে - ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬ই, ব্লুটুথ ৫.৩, হটস্পট, জিপিএস, এনএফসি, গ্লোনাস, গ্যালিলিও, ডিসপ্লে পোর্ট এবং ইউএসবি টাইপ-সি ৩.০ পোর্ট সামিল থাকছে। এর ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ্যে নিতে আসা হয়নি। ডিভাইসটি ১৫ ওয়াট ওয়্যারলেস ম্যাগসেফ (MagSafe) এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস কিউআই (Qi) চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি মাত্র ২০ মিনিটে ফোনকে ৬৫% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

Apple iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra : পরিমাপ

অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স -এর পরিমাপ ১৫৯.৯x৭৬.৭x৮.৩ মিমি এবং ওজন ২২১ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের পরিমাপ ৭৮.১x১৬৩.৪x৮.৯ মিমি এবং ওজন ২৩৪ গ্রাম।

Tags:    

Similar News