পাওয়ার-ভলিউম বাটন উঠে যাবে, এক টাচেই হবে সব কাজ হাসিল, সৌজন্যে iPhone 15

Update: 2022-11-25 05:11 GMT

অ্যাপল (Apple)-এর সাম্প্রতিকতম প্রজন্মের iPhone 14 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি গত সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছে। স্বভাবতই এর উত্তরসূরি, iPhone 15 লাইনআপটি বছর খানেক পর বাজারে আসবে, কোম্পানির প্রথা অনুযায়ী এটি আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ হতে পারে। তবে আসন্ন সিরিজটি সম্পর্কে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। আর এখন একটি গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে যে, iPhone 15 সিরিজের ফোনগুলিতে সলিড-স্টেট টাচ-ভিত্তিক বাটনগুলি থাকবে। চলুন এই নয়া ফিচারটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Apple iPhone 15 Pro সিরিজে যান্ত্রিক বাটনের পরিবর্তে সলিড-স্টেট টাচ বাটন থাকবে

সাম্প্রতিক উন্নয়নে, গবেষণা সংস্থা বার্কলেসের মতে, অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সিরাস লজিক (Cirrus Logic) সম্ভবত ইঙ্গিত দিয়েছে যে, ফিজিক্যাল কী উঠিয়ে অ্যাপল আগামী বছরের আইফোন মডেলগুলিতে সলিড-স্টেট টাচ বাটন দেখা যাবে। সংস্থাটি এই মাসে তাদের শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠি পাঠিয়ে আগামী বছরের স্মার্ফোনের জন্য এইচপিএমসি (HPMS) কম্পোনেন্ট নিয়ে কাজ করার কথা জানিয়েছে৷

জানিয়ে রাখি, এইচপিএমএস (HPMS) হল সিরাস লজিক-এর হাই-পারফরম্যান্স মিক্সড-সিগন্যাল চিপস, যার মধ্যে অ্যাপল আইফোনে ব্যবহৃত ট্যাপটিক ইঞ্জিনের হ্যাপটিক ড্রাইভার রয়েছে। এর আগে, কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার জন ফোরসিথ বলেছিলেন যে, নতুন কম্পোনেন্ট পরবর্তী বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে চলেছে। প্রসঙ্গত, ২০২৩ সালের শেষার্ধে এই নতুন উপাদানের লঞ্চটি অ্যাপলের আইফোন ১৫ প্রো মডেলের লঞ্চের সময়সীমার মধ্যে পড়ে, যা আগামী বছরের সেপ্টেম্বরে হওয়া উচিত।

উল্লেখ্য, আইফোনের টাচ-ভিত্তিক বাটনগুলির বিষয়ে গত মাসে জানিয়েছিলেন সুপরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও। তার মতে, নতুন iPhone 15 Pro মডেলগুলিতে সলিড-স্টেট ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে৷ এর সাথে তিনি যোগ করেন যে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটিতে অতিরিক্ত ট্যাপটিক ইঞ্জিন দেওয়া হবে, যাতে বাটন প্রেস করার অনুভূতি অনুকরণ করার জন্য হ্যাপটিক প্রতিক্রিয়া প্রদান করা যায়।

Tags:    

Similar News