জুন থেকেই iPhone 16 সিরিজের গুরুত্বপূর্ণ পার্টসের উৎপাদন শুরু, এবার কি তাড়াতাড়ি লঞ্চ

Update: 2024-05-18 14:32 GMT

অ্যাপল (Apple) চলতি বছরের শেষের দিকে তাদের লেটেস্ট iPhone 16 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনগুলির বিষয়ে ইতিমধ্যেই নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এক ডিসপ্লে বিশ্লেষক iPhone 16 ফোনের উৎপাদন জুনে শুরু হবে বলে দাবি করেছেন। এটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির জন্য অ্যাপলের সাধারণ উৎপাদন সময়সূচীর সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে Apple iPhone 16 সিরিজের লঞ্চের দিকে ইঙ্গিত করছে। বিশ্লেষক আরও ভবিষ্যদ্বাণী করেছেন যে, iPhone 16 এবং iPhone 16 Pro মার্কেটে নেতৃত্ব দেবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Apple iPhone 16 সিরিজের উৎপাদন শুরু আগামী মাসেই

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালটেন্সের সিইও রস ইয়াং আগামী মাসে অ্যাপল আইফোন ১৬ সিরিজের উৎপাদন শুরু হওয়ার বিষয়ে জানানোর পাশাপাশি, আইফোন ১৬ লাইনআপের জন্য সম্ভাব্য বিক্রয় পরিসংখ্যানের ওপরও আলোকপাত করেছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্রো প্রাথমিক বিক্রয়ে নেতৃত্ব দেবে, যেখানে প্লাস মডেলগুলির (আইফোন ১৬ প্লাস এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স) চাহিদা প্রাথমিকভাবে ধীর হতে পারে। তবে রস ইয়াং উল্লেখ করেছেন যে, আগামী গ্রীষ্মে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে, কারণ ব্যবহারকারীরা দীর্ঘ ব্যাটারি লাইফকে অগ্রাধিকার দেয়, যা সাধারণত বড় ফোনের ক্ষেত্রেই দেখা যায়।

এই ভবিষ্যদ্বাণীগুলি iPhone 16 সিরিজের মডেলগুলির কিছু পূর্বে ফাঁস হওয়া ইমেজের সাথে সামনে এসেছে। এটি iPhone 16 এবং iPhone 16 Plus মডেলে একটি উল্লম্ব ক্যামেরা ডিজাইনের প্রত্যাবর্তন নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা তৈরি করেছিল, যা আইফোন এক্স সিরিজের কথা মনে করিয়ে দেয়৷ এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী, iPhone 16 Pro Max ফোনটি তার ৬.৯ ইঞ্চির ডিসপ্লে সহ এখনও পর্যন্ত সবচেয়ে বড় আইফোন হবে বলে মনে হচ্ছে, যা বর্তমান iPhone 15 প্রো ম্যাক্সের ৬.৭ ইঞ্চির ডিসপ্লেকে ছাড়িয়ে যাবে।

Tags:    

Similar News