মজবুত ও টেকসই পরীক্ষায় Google Pixel কে গো হারান হারাল iPhone 16

ফোনে ফিচার্স যতই থাকুক, মজবুত এবং টেকসই না হলে তার জনপ্রিয়তা কমে যায়। কোন ফোনের মান কতটা ভালো তা যাচাই করা হয় ডিউরাবিলিটি পরীক্ষার মাধ্যমে। সেখানে গুগল পিক্সেল ৯ কে হারাল অ্যাপল আইফোন ১৬।

Update: 2024-11-11 15:23 GMT

নতুন ফোনে সামান্য স্ক্র্যাচ লাগলেই চিন্তা হতে শুরু করে। আর ওই ফোন যদি মজবুত বা টেকসই না হয় তাহলেই বিপদ। কারণ ফিচারের মজা নেওয়া শেষ হলে, সেই ফোন কার্যত বাতিলের খাতায় নাম চলে যায়। সেটি টেকসই না হওয়ার ফলে বেশিদিন ব্যবহার করা যায় না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম Apple iPhone 16 সিরিজ। ডিউরাবিলিটির ক্ষেত্রে এটি সেরা। গুগল পিক্সেল ৯ সিরিজের থেকে নাকি টেকসই এই আইফোন ১৬। এমনই দাবি করেছেন ইউটিউবার জ্যাক নেলসন।

আইফোনের সেরামিক শিল্ড

একাধিক টুল নিয়ে আইফোনের ডিসপ্লে পরীক্ষা করেন তিনি। Mohs লেভেল ৬-তে সামান্য স্ক্র্যাচ আসে ফোনের ডিসপ্লেতে। যেখানে একই লেভেলে ভারী স্ক্র্যাচ পড়ে পিক্সেল ৯ সিরিজে। ডিসপ্লের ক্ষেত্রে পিক্সেল ৯ এর তুলনায় আইফোন ১৬ উন্নত বলে দাবি তার। আইফোন ১৬ এর ডিসপ্লে এমন মজবুত হওয়ার কারণ সেরামিক ডিসপ্লে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা স্মার্টফোনেও লেভেল ৬-এ আইফোনের মতো সামান্য স্ক্র্যাচ পড়েছে। এই ফোনে রয়েছে গরিলা গ্লাস আর্মার।

তবে সম্পূর্ণ স্ক্র্যাচ-প্রুফ নয় আইফোন ১৬। কারণ Mohs লেভেল ৭-এ এটি পরীক্ষা করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এটা প্রমাণ করে যে অ্যাপলের সেরামিক শিল্ড অন্য কোম্পানিগুলির ফোনে থাকা গরিলা গ্লাস ভিক্টাস ২ এর থেকে সুরক্ষিত। সেরামিক শিল্ড থাকার কারণে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া আইফোন ১৬ নিয়মিত দৈনন্দিন কাজে ব্যবহার করলেও তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ওই ইউটিউবার।

সেরামিক শিল্ড ভালো হলেও আইফোনের অন্যান্য উপাদান অতটা উন্নত নয়। যেমন রিসাইকেল অ্যালমুনিয়াম সাইড। এটি আইফোন ১৬ প্রো এবং গ্যালাক্সি এস২৪ আলট্রাতে ব্যবহৃত টাইটেনিয়াম সাইডের তুলনায় দুর্বল। কারণ টাইটেনিয়াম বা স্টেনলেস স্টিলের থেকে নরম হয় অ্যালমুনিয়াম। যা স্মার্টফোনে অল্প আঘাতেই স্ক্র্যাচ লাগার ঝুঁকি বাড়িয়ে তোলে।

Tags:    

Similar News