iPhone 16 সাধ্যের বাইরে? চিন্তা নেই, Apple শীঘ্রই কম দামে আনবে মধ্যবিত্তের আইফোন
অ্যাপল অনুরাগীরা দীর্ঘদিন ধরেই SE লাইনআপের বাজেট-ফ্রেন্ডলি আইফোনের জন্য অপেক্ষা করছেন। আসন্ন ফোনটিকে নিয়ে তাই দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে আলোচনা চলছে। মার্কিন প্রযুক্তি সংস্থাটি খুব শীঘ্রই iPhone SE 4 লঞ্চ করার পরিকল্পনা করছে। iPhone 16 সিরিজের লঞ্চ ইভেন্টে হ্যান্ডসেটটি প্রকাশ করা হয়নি, তবে এবিষয়ে উত্তেজনাপূর্ণ আপডেট রয়েছে। সম্ভাব্য লঞ্চের তারিখের পাশাপাশি অ্যাপলের পরবর্তী সাশ্রয়ী মূল্যের iPhone SE 4 সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।
ফাঁস হল iPhone SE 4 ফোনের লঞ্চের তারিখ
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আইফোন এসই ৪ আগামী বছর মার্চ মাসে লঞ্চ হতে পারে। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কোনও ঘোষণা করেনি, তবে কিছু সূত্র পরামর্শ দিয়েছে যে লঞ্চটি প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ঘটতে পারে। মাইকেল টিগাস নামের এক ডেভেলপার এই তথ্যটি প্রকাশ্যে এনেছেন।
এছাড়াও জানা গেছে যে, আইফোন এসই ৪ বেশ কয়েকটি শক্তিশালী বৈশিষ্ট্যের সাথে আসতে চলেছে, যা এটিকে বাজেট স্মার্টফোন বিভাগে একটি শক্তিশালী প্রতিযোগী করে তুলবে। এতে থাকতে পারে একটি ওলেড (OLED) ডিসপ্লে। এটি একটি প্রিমিয়াম ফিচার, যা সাধারণত হাই-এন্ড মডেলগুলিতে পাওয়া যায়।
আরও পড়ুন : Apple-এর জোড়া ধামাকা, iPhone 16 সিরিজ ছাড়াও আসছে লো-বাজেট iPhone SE 4
পারফরম্যান্সের জন্য, iPhone SE 4 হ্যান্ডসেটে অ্যাপলের স্ব-নির্মিত A18 চিপসেটটি থাকবে। লেটেস্ট iPhone 16 সিরিজে এই একই উন্নত প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা উচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করে। iPhone 16 সিরিজের ট্রেন্ড অনুসরণ করে, iPhone SE 4 হ্যান্ডসেটেও এই আধুনিক ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টটি থাকতে পারে, যা তার পূর্বসূরিতে ছিল না।
iPhone 16 সিরিজের মতো বিভিন্ন এআই-চালিত ফিচারগুলিও iPhone SE 4 ফোনে থাকতে পারে। এটি স্মার্ট ফিচার এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্স সহ ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে পারে। iPhone SE 4 ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে মিশ্র রিপোর্ট রয়েছে। যদিও কিছু রিপোর্ট ইঙ্গিত করেছে যে, ফোনটিতে একটি সিঙ্গেল-ক্যামেরা লেন্স থাকবে, তবে কিছু সূত্র জানিয়েছে যে এতে iPhone 16-এর মতো একটি উল্লম্ব ক্যামেরা মডিউল থাকতে পারে। তবে যাই হোক না কেন, অ্যাপল এই বাজেট ডিভাইসেও উল্লেখযোগ্য ক্যামেরা পারফরম্যান্স সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : Amazon Sale দিচ্ছে অর্ধেক দামে Samsung ফোন কেনার সুযোগ, 37999 টাকায় iPhone 13
দামের ক্ষেত্রে, iPhone SE 4 মডেলটি iPhone 16 সিরিজের থেকে তুলনামূলকভাবে সস্তা হবে বলে আশা করা হচ্ছে। যারা বেশি অর্থ খরচ না করে একটি আইফোন কিনতে আগ্রহী, তাদের জন্য এটি একটি নিখুঁত বিকল্প হতে পারে।