সবচেয়ে সস্তার iPhone SE 4 কিনবেন বলে অপেক্ষা করছেন? বড় আপডেট আপনার জন্য
টেক জায়ান্ট অ্যাপল (Apple) ২০২৪ সালের জন্য ডেডিকেটেড আইফোন এসই ৪ (iPhone SE 4) মডেলকে পূর্বসূরিদের তুলনায় বড় ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে, টিম কুকের সংস্থাটি আলোচ্য সাশ্রয়ী মূল্যের আইফোন মডেলটির লঞ্চের সময় পিছিয়ে দিতে চলেছে। এমনটাই দাবি করেছেন প্রখ্যাত অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও (Ming Chi Kuo)। তিনি হালফিলে টুইটারে কয়েকটি পোস্টে দাবি করেছেন যে, অ্যাপল ভবিষ্যতে তাদের সস্তার আইফোন এসই ফোনকে বাজারজাত করার পরিকল্পনা পুরোপুরি বাতিল করতে পারে। পাশাপাশি তিনি এর কারণটিও বিশদে ব্যাখ্যা করেছেন।
২০২৪ সালে iPhone SE 4 লঞ্চ না করার পরিকল্পনা করছে Apple
সম্প্রতি মিং-চি কুও টুইটারে বলেছেন যে, অ্যাপল তাদের বিদ্যমান আইফোন এসই ৩ মডেলের উত্তরসূরি আনতে খুব একটা আগ্রহী নয়। তিনি আরো জানান যে - “আমার সাম্প্রতিক সার্ভে ইঙ্গিত করছে যে অ্যাপল সম্ভবত ২০২৪ সালে আগত আইফোন এসই ৪ মডেলের প্রোডাকশন প্ল্যান পুরোপুরি ভাবে বাতিল বা স্থগিত করে দিতে পারে। কারণস্বরূপ আমার মনে হয়, মিড থেকে লো-এন্ড আইফোনগুলির ধারাবাহিকভাবে প্রত্যাশার চেয়ে কম শিপমেন্টের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অ্যাপল।”
কুও তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, আইফোন এসই ৪ মডেলে ফুল-স্ক্রিন ডিজাইন বা আরো বড় ডিসপ্লে প্যানেল দেওয়ার যে দাবি করা হয়েছিল তার জন্য প্রোডাকশন খরচ এবং বিক্রয় মূল্য উভয়ই বৃদ্ধি পেতে পারে। ফলস্বরূপ, অ্যাপলকে আলোচ্য পণ্যটিকে বাজারজাত করার আগে পুনর্বিবেচনা করতে হতে পারে এবং একই সাথে বিনিয়োগের ক্ষেত্রে আসা পরিবর্তনগুলিকেও নতুন ভাবে পরিকল্পনা করা দরকার হবে। এক্ষেত্রে, সস্তার ৪তম প্রজন্মের আইফোন এসই মডেল আনার ক্ষেত্রে বিনিয়োগের চেয়ে বিক্রয়কার্য বা সেলস রিটার্ন যদি কম হয় তবে সমস্যায় পড়তে হবে অ্যাপলকেই। অতএব টিম কুক হয়তো - অপ্রয়োজনীয় নতুন প্রোডাক্ট ডেভলপ করার পেছনে টাকা ব্যয় করার পরিবর্তে, সেই পরিমাণ অর্থ সঞ্চয় করে ২০২৩ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে আসা চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার প্ল্যান করছে বলেই মনে হচ্ছে।
প্রসঙ্গত আপনাদের মনে করে দিই, অ্যাপল চলতি বছরে ভারতে ৪৩,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে iPhone SE 3 মডেলটিকে লঞ্চ করেছিল৷ ৫জি-এনাবল এই আইফোনে সংস্থার নিজস্ব এ১৫ বায়োনিক (Apple A15 Bionic) চিপসেট ব্যবহার করা হয়েছে, যা iPhone 13 সিরিজেও উপস্থিত। অন্যদিকে পূর্বসূরি iPhone SE 2020 মডেলের মতো আইফোন এসই ৩ ফোনেও রাউন্ডেড-এজ ডিজাইন দেখা যাবে৷ ফোনটি ৪.৭-ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল সহ এসেছে এবং নিরাপত্তার জন্য এতে টাচ আইডি ফিচার বর্তমান৷ ফটোগ্রাফির জন্য এতে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যামান। এই নতুন ক্যামেরা সিস্টেম - স্মার্ট এইচডিআর ৪, ফটোগ্রাফিক স্টাইল এবং ডিপ ফিউশনের মতো অ্যাডভান্স ক্যামেরা ফিচার সাপোর্ট করে। আর বাহ্যিক সুরক্ষার জন্য আইফোন এসই৩ IP67 সার্টিফিকেশন সহ এসেছে, যা জল এবং ধুলো প্রতিরোধী ডিজাইন অফার করে।