Apple iPhone 17: বিরাট ধাক্কা খেল চিন! সময়ের আগেই ভারতে আইফোন ১৭ উৎপাদন করার ঘোষণা অ্যাপলের

Update: 2024-11-04 15:31 GMT

আইফোন উৎপাদনে জোর দিতে ফের একবার ভারতের উপরই ভরসা রাখছে অ্যাপল। পরের বছর বাজারে আসতে চলেছে নতুন আইফোন ১৭ সিরিজ। যত তাড়াতাড়ি সম্ভব এই ফোনের উৎপাদন শুরু করতে চায় সংস্থা। ছক ভেঙে নতুন প্রোজেক্ট ‘নিউ প্রোডাকশন ইন্ট্রোডাকশন’ বা এনপিআই এনেছে টেক জায়েন্ট। অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কু জানাচ্ছেন, এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে ভারত।

তিনি বলেন, এই এনপিআই হল সেই ধাপ যেখানে পণ্যের প্রোটোটাইপ ডিজাইন বানিয়ে তার ব্লুপ্রিন্ট বের করে ব্যাপক স্তরে উৎপাদনের জন্য পাঠানো হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এখানেই উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল এবং ডিজাইন নির্ধারণ করা হয়। এর আগে প্রতিবার এনপিআই ঠিক করা হয়েছে চিনে। যেহেতু সেদেশে উন্নত পরিকাঠামো রয়েছে সে কারণে। কিন্তু, আইফোন ১৭ এর ক্ষেত্রে এনপিআই বাছা হয়েছে ভারতকে।

পরবর্তী আইফোন সিরিজের সমস্ত মডেলের প্রোটোটাইপ ও ডিজাইন তৈরি করা হবে ভারতেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি সংস্থার জন্য উৎপাদন বৈচিত্র্যের পথ মসৃণ করবে। উন্নত পরিকাঠামো থাকলেও, চিনের উপর সম্পূর্ণভাবে নির্ভর থাকতে হবে না তাদের। আরও জানা গিয়েছে, আগামী দিনে ২৫ শতাংশ আইফোন উৎপাদন ক্ষমতা ভারতে আনতে চায় অ্যাপল।

দেশে সাপ্লাই চেইন মজবুত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মার্কিন সংস্থাটি। নতুন স্টোর খোলার পাশাপাশি ভারতীয় সংস্থা টাটার সঙ্গে হাত মিলিয়েছে তারা। পরিসংখ্যানও সে কথাই বলছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ৬ মাসে ৬ বিলিয়ন ডলার মূল্যের মেড ইন ইন্ডিয়া আইফোন রপ্তানি করেছে অ্যাপল।

এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে সর্বশেষ আইফোন ১৬ সিরিজের অ্যাসেম্বেলও শুরু করতে চলেছে অ্যাপল। এই সিরিজ এ বছর লঞ্চ করেছে সংস্থা। যার রেশ এখনও কাটেনি বাজারে। তবে আইফোন ১৭ নিয়ে বেশি মনোযোগী তারা। কারণ এই প্রথম কোনও আইফোনের নিউ প্রোডাকশন ইন্ট্রোডাকশন পরিকল্পনা চিন থেকে সরিয়ে ভারতে আনছে অ্যাপল।

Tags:    

Similar News