WWDC 2023: কোন কোন iPhone মডেলে আসবে iOS 17 আপডেট, কোনগুলিতে আসবে না দেখে নিন

Update: 2023-05-27 11:59 GMT

Apple আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আনতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের iPhone 15 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি। তবে অ্যাপল অনুরাগীরা শুধুমাত্র আইফোন মডেলগুলির জন্য নয়, তার পাশাপাশি আপগ্রেড করা iOS 17 সফ্টওয়্যার সংস্করণটির জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এটি বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি ছাড়াও আইফোনগুলিতে প্রচুর নতুন ফিচার নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩ (WWDC 2023) আগামী ৫ জুন শুরু হওয়ায় কথা, যেখানে Apple iOS 17, watchOS 10, iPadOS 17-এর মতো নতুন ভার্সনের অপারেটিং সিস্টেমের ঘোষণা করা হতে পারে৷ যদিও, iOS 17-কে নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনার কমতি নেই, তবে এটি সম্ভবত কিছু আইফোন ব্যবহারকারীদের হতাশ করবে। কারণ কিছু আইফোন মডেল এই বড় আপগ্রেডটি পাবে না বলে শোনা যাচ্ছে।

একাধিক iPhone মডেল নাও পেতে পারে iOS 17 আপডেট

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকটি আইফোন অ্যাপলের পরবর্তী বড় আপডেট অর্থাৎ আইওএস ১৭ আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু আইফোন মডেলের ব্যবহারকারীরা এই আপডেট নাও পেতে পারেন। উল্লেখ্য, অ্যাপল বর্তমানে ফ্ল্যাগশিপ আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স থেকে সামান্য সস্তা আইফোন ১২ এবং বাজেট আইফোন এসই মডেল পর্যন্ত আটটি ভিন্ন আইফোন মডেল বিক্রি করে।

আর অ্যাপল প্রায় ৫ বছর ধরে তার আইফোনগুলিতে সফ্টওয়্যার সাপোর্ট প্রদান করে, যা এখনও বহু অ্যান্ড্রয়েড ফোন পয়না। তবে, চিপসেটগুলি পুরানো হওয়ার সাথে সাথে, সেগুলির হার্ডওয়্যারের সীমাবদ্ধতার কারণে ডিভাইসগুলি লেটেস্ট আইওএস সংস্করণ চালাতে অক্ষম হয়ে পড়ে এবং এইভাবেই সেগুলি বাতিলের খাতায় নাম লেখায়। কোন কোন আইফোন মডেল আইওএস ১৭ আপডেট সাপোর্ট করবে না, সে সম্পর্কে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে সাম্প্রতিক রিপোর্ট থেকে সম্ভাব্য ডিভাইসগুলির নাম জানতে পারা গেছে।

রিপোর্ট অনুযায়ী, iPhone X সম্ভবত iOS 17 আপডেট পাওয়া ডিভাইসের তালিকা থেকে বাদ পড়বে। যদিও, এই হ্যান্ডসেটটি আইফোনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মডেলগুলির মধ্যে একটি ছিল, কারণ এটি অ্যাপলের ডিজাইন স্ট্রাটেজিতে একটি বড় পরিবর্তন এনেছিল। iPhone X-ই প্রথম পুরু বেজেল ও হোম বাটন থেকে মুক্তি পায়। বেজেলের পরিবর্তে ফোনটি একটি ডিসপ্লে নচের সাথে এসেছিল, যার মধ্যে অ্যাপলের নিজস্ব ফেস আইডি প্রযুক্তিও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও, ২০১৭ সালে iPhone X-এর পাশাপাশি লঞ্চ হওয়া iPhone 8 এবং iPhone 8 Plus-ও iOS 17 আপডেট থেকে বঞ্চিত হতে পারে।

তবে, মনে রাখবেন যে এই সমস্ত তথ্যগুলি অসমর্থিত সূত্র মারফৎ সামনে এসেছে, তাই এগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে। এসম্পর্কে নিশ্চিত ভাবে জানতে আগামী ৫ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কেননা ওইদিন অ্যাপল তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩ (WWDC 2023)-এর মঞ্চে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কোন আইফোনগুলি iOS 17 আপডেট পাবে এবং কোনগুলি এটি থেকে বঞ্চিত হবে।

Tags:    

Similar News