Asus ROG Phone 6D এবং Phone 6D Ultimate ১৬ জিবি র‌্যাম সহ লঞ্চ হল, অন্যান্য ফিচার দেখে নিন

By :  SUPARNA
Update: 2022-09-19 10:17 GMT

আজ অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর Asus ROG Phone 6D স্মার্টফোন সিরিজকে বিশ্বব্যাপী লঞ্চ করা হল। আলোচ্য লাইনআপের অধীনে দুটি নয়া মডেল আত্মপ্রকাশ করেছে, যথা - ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate। উক্ত ফোন দুটির বেশিরভাগ বিশেষত্বই পূর্বসূরি সিরিজ ROG Phone 6 -এর অনুরূপ। যদিও প্রসেসর ও র‍্যাম সহ কয়েকটি বিভাগে পার্থক্য লক্ষণীয়। যেমন, Asus আনীত এই ফ্ল্যাগশিপ গেমিং ফোন-দ্বয় কোয়ালকমের পরিবর্তে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসরের সাথে এসেছে। আবার পূর্বসূরি সিরিজের টপ-মডেলে যেখানে ১৮ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যেত, সেখানেই নবাগত লাইনআপের 'Ultimate' ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম মিলবে। এছাড়া ব্লুটুথ ভার্সনের ক্ষেত্রেও পরিবর্তন রয়েছছ নয়া ফোন দুটিতে। চলুন Asus ROG Phone 6D সিরিজের হ্যান্ডসেটগুলির দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে এবার বিশদে জেনে নেওয়া যাক৷

আসুস আরওজি ফোন ৬ডি সিরিজের স্পেসিফিকেশন (Asus ROG Phone 6D Series Specifications)

আগেই বলেছি, পূর্বসূরি আরওজি ফোন ৬ এবং ফোন ৬ প্রো -এর ন্যায় প্রায় একসমান ফিচারের সাথেই এসেছে আলোচ্য সিরিজটি। তবে ফিচারগত কয়েকটি অভ্যন্তরীণ পার্থক্য নজরে পড়বে। এক্ষেত্রে, আসুস আরওজি ফোন ৬ডি এবং ৬ডি আলটিমেট স্মার্টফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, আরওজি ফোন ৬ সিরিজের মডেলগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট আছে। অন্যদিকে, আসুসের নতুন ডিভাইসগুলি LPDDR5 র‍্যামের পরিবর্তে LPDDR5x র‍্যাম সহ এসেছে। আরওজি ফোন ৬ডি এবং ৬ডি আলটিমেট -এ যথাক্রমে ১২ জিবি ও ১৬ জিবি র‍্যাম বর্তমান। আবার কানেক্টিভিটির জন্য, নয়া সিরিজে ব্লুটুথ ৫.২ -এর পরিবর্তে ব্লুটুথ ৫.৩ ভার্সনের সাপোর্ট অফার করা হচ্ছে। আর বিশেষত্বের কথা বললে, ৬ডি আলটিমেট মডেলটিতে সংস্থার নতুন 'অ্যারোঅ্যাকটিভ পোর্টাল' (AeroActive Portal) কুলিং সিস্টেম বিদ্যমান। যার দৌলতে, ডিভাইসের পিছনে অবস্থিত স্লট -কে অ্যারোঅ্যাকটিভ কুলার অ্যাক্সেসরিজ (রিটেল বক্সে অন্তর্ভুক্ত) ব্যবহার করে খোলার মাধ্যমে ফোনের তাপমাত্রা কমানো যাবে।

উপরিউক্ত পার্থক্যগুলি বাদ দিয়ে, Asus ROG Phone 6D সিরিজের বাদবাকি যাবতীয় বৈশিষ্ট্যগুলি বিদ্যমান ROG Phone 6 সিরিজের অনুরূপ। যেমন, সদ্য আগত এই দুটি মডেলে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ একটি ৬.৭৮-ইঞ্চির (২৪৪৮x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রগ ইউআই (ROG UI) এবং জেন ইউআই (Zen UI) ওএস স্কিন অফার করে। এক্ষেত্রে, আসুস দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ২ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে ইউজারদের। আর নিরাপত্তা প্রদানের জন্য উক্ত সিরিজটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, Asus ROG Phone 6D সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে, ডুয়াল স্টেরিও স্পিকার, ট্রিপল মাইক্রোফোন এবং একটি রিয়ার আরওজি ভিশন ডিসপ্লে পাওয়া যাবে আলোচ্য ডিভাইস দুটিতে। পরিশেষে, নবাগত Asus ROG Phone 6D সিরিজের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - 5G, ওয়াই-ফাই ৬ই, জিএনএসএস (GNSS), এনএফসি, ডুয়াল সিম স্লট, ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷

আসুস রগ ফোন ৬ডি সিরিজের দাম (Asus ROG Phone 6D Series Price)

আসুস আরওজি ফোন ৬ডি সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের দাম ৭৯৯ পাউন্ড (ভারতীয় মূল্যে প্রায় ৭২,৪০০ টাকা) রাখা হয়েছে। আর আরওজি ফোন ৬ডি আলটিমেট মডেলটি ১,১৯৯ পাউন্ড (প্রায় ১,০৮,৭৫৮ টাকা) মূল্য এসেছে। আলোচ্য সিরিজের ফোন দুটি স্পেস গ্রে কালারের একক বিকল্পে এসেছে।

লভ্যতার কথা বললে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে হ্যান্ডসেট দুটিকে যুক্তরাজ্যে বিক্রির জন্য উপলব্ধ করা হবে৷ যদিও, অন্যান্য বাজারে এগুলির দাম কিরূপ থাকবে সেই বিশদ এখনও প্রকাশ করা হয়নি। তবে উত্তর আমেরিকায় সিরিজটিকে বিক্রি হবে না বলে ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে আসুস।

Tags:    

Similar News