চুটিয়ে খেলা যাবে গেম, আল্টিমেট গেমিং ফোন আনছে Asus, থাকবে বাহুবলী প্রসেসর

Update: 2023-11-16 14:57 GMT

আসুস (Asus) তাদের জনপ্রিয় গেমিং স্মার্টফোন সিরিজ, ROG Phone-এর পরবর্তী জেনারেশনের মডেলগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। তাইওয়ানের ব্র্যান্ডটি গত এপ্রিল মাসে ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate সমন্বিত ROG Phone 7 সিরিজ লঞ্চ করেছিল। সম্প্রতি, আসুস ঘোষণা করেছে যে, ROG Phone 8 সিরিজ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে। আর এখন, আপকামিং Asus ROG Phone 8 Ultimate চীনের 3C (CCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এটি আবার সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও হাজির হয়েছিল।

Asus ROG Phone 8 Ultimate পেল 3C-এর অনুমোদন

ASUS_AI2401_A মডেল নম্বর সহ আসুস আরওজি ফোন ৮ আল্টিমেট চীনা কম্পালসারি সার্টফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেসে উল্লেখ করা হয়েছে যে, পূর্বসূরির মতোই গেমিং ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৫জি কানেক্টিভিটি সাথে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে। এগুলি ছাড়া, ৩সি লিস্টিং থেকে আর কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

আগেই উল্লেখ করা হয়েছে যে, আসুস আরওজি ফোন ৮ আল্টিমেট সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। যা প্রকাশ করেছে যে, ফোনটিতে হাই-এন্ড কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহৃত হবে। এটি ১৬ জিবি র‍্যামের সাথে গিকবেঞ্চ সাইটে দেখা গেছে। তবে ফোনটির আরও ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। এই গেমিং স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও জানা গেছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Asus ROG Phone 8 Ultimate গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,২১৩ এবং ৭,০৪৮ পয়েন্ট স্কোর করেছে, যা যথেষ্ট আশাব্যঞ্জক। ROG Phone 8 Ultimate সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে, যেহেতু Asus ROG Phone 8 সিরিজের ডিভাইসগুলিকে ঘনঘন বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া যাচ্ছে, তাই খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News