পুজোয় নতুন Smartphone কিনবেন? এক নজরে দেখে নিন Flipkart Sale-এর সেরা পাঁচটি অফার
Flipkart Big Billion Days সেল ইতিমধ্যেই জমজমাটভাবে লাইভ হয়েছে। আর প্রতিবারের মতোই পুজোর মুখে এই বিশেষ বিক্রয়পর্বের দরুন আকর্ষণীয় অফার দিচ্ছে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি। এক্ষেত্রে স্মার্টফোন কেনার ক্ষেত্রে Flipkart এত বেশি ছাড় অফার করছে যে, ক্রেতাদের অনেক সাশ্রয় হবে। এমতাবস্থায় আপনি যদি নতুন ফোন কিনতে চান, আর আপনার বাজেট হয় ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে – তাহলে আপনার জন্য একটি-দুটি নয়, বরঞ্চ Flipkart Big Billion Days-এর পুরো পাঁচটি সেরা অফার রয়েছে, যেখানে আপনি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৮,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। তো আসুন, দেখে নিই Flipkart Sale-এর পাঁচটি সেরা স্মার্টফোন ডিলের লিস্ট।
চলতি Flipkart Sale-এ এই পাঁচটি ফোন কেনা যাবে দারুণ সস্তায়
১. POCO F5: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটি ২৭,৯৯৯ টাকার বদলে ২১,৯৯৯ টাকায় মিলবে।
স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।
২. Nothing Phone 1: এই ফোনটির মূল্য ২৬,৯৯৯ টাকা, তবে সেলে এটি ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে।
এতে আছে ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি ওলেড (OLED) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
৩. Moto Edge 40: এর দাম ২৯,৯৯৯ টাকা হলেও অফারে এটি ২৩,৯৯৯ টাকার কার্যকর মূল্যে বিক্রি হচ্ছে।
এই হ্যান্ডসেটে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান।
৪. OnePlus Nord CE 3: এটি এখন ফ্লিপকার্টে ২৪,৯৯৯ টাকায় উপলব্ধ, এমনিতে এর দাম ২৬,৯৯৯ টাকা।
এটি কিনলে স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার মতো ফিচার পাবেন।
৫. Realme GT2 Pro: এই ফোন আপনি এখন ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৭,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।
ফোনটিতে ১২০ হার্টজ ৬.৭ ইঞ্চি ২কে এলটিপিও (2K LTPO) অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার রয়েছে।