ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সব কিছুই সেরা! বাজেট 15 হাজার টাকা হলে কিনুন এই 5G ফোনগুলি

Update: 2024-02-25 05:17 GMT

5G Smartphones Under 15000: যেহেতু 5G নেটওয়ার্ক ভারতীয় জনজীবনের একটা সাধারণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তাই এখন ফোন কিনতে গিয়ে সকলেই নানাবিধ ফিচারের পাশাপাশি 5G কানেক্টিভিটির বিষয়টি দেখে নিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো সেলের অপেক্ষা না করে এই মুহূর্তেই কম দামে একটি ভালো 5G ফোন কিনতে চান, তাহলে কিন্তু বাজারে বিকল্পের অভাব নেই। বরঞ্চ Vivo, Realme থেকে Poco – যে কারো ঝুলি হাতড়ালেই আপনি বেড়াল থুড়ি আকাঙ্ক্ষিত ডিভাইস হাতে পেয়ে যাবেন। আমাদের আজকের এই প্রতিবেদনে রইল ভারতীয় বাজারে ১৫ হাজার টাকা বাজেটে উপলব্ধ এমনই কয়েকটি সেরা 5G ফোনের হদিশ।

বাজেট ১৫ হাজার টাকা? কিনতে পারেন এই 5G স্মার্টফোনগুলি

১. Infinix Hot 30 5G: এটির মূল্য ১২,৯৯৯ টাকা।

এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা।

২. Vivo T2x 5G: এই ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১২,৯৯৯ টাকায় মিলছে।

ফিচার বলতে এতে ৬.৫৮ ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. Poco X5 5G: এই ফোনটি ২০,৯৯৯ টাকায় লঞ্চ হলেও, এখন ফ্লিপকার্টে এটিও ১২,৯৯৯ টাকায় উপলব্ধ।

এতে আছে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৪. Realme 11X: বর্তমানে এটি ১৩,৪৮৮ টাকায় কেনা যাবে।

এই ফোনে পাবেন ১২০ হার্টজ ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ৬এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News