6GB র্যামের Smartphone কিনতে চান? 20000 টাকার কমে সেরা বিকল্প এগুলি, আছে 5G-ও
স্মার্টফোন মানেই এখন গোটা জগৎ হাতের মুঠোয়, কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়া সেই স্মার্টফোন যেন নুনবিহীন তরকারি! প্রতি মুহূর্তে হ্যান্ডসেট ব্যবহার করতে গিয়ে আমাদের কোনো না কোনো অ্যাপের সাহায্য নিতেই হয়, আর এক-একটি অ্যাপের সুবিধা বা কাজ আলাদা-আলাদা হওয়ায় ফোনে ইনস্টল করে রাখতে হয় গাদাগুচ্ছের অ্যাপ। সবমিলিয়ে এখনকার সময়ে ব্যবহার্য ফোনটি নিদেনপক্ষে ৬ জিবি র্যাম বিশিষ্ট হওয়া আবশ্যক। তাছাড়া ভালো পারফরম্যান্স পেতে নতুন ফোন কেনার সময় সেটির ব্যাটারি, প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ভার্সনটিও ভালোমত দেখে নিতে হয়। এমত পরিস্থিতিতে আপনি যদি এখন ২০,০০০ টাকার কমে একটি কাজের ফোন কিনতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ এখানে আমরা এই দামের রেঞ্জে উপলব্ধ পাঁচ-পাঁচটি ৫টি স্মার্টফোনের কথা বলব, যা আপনার চাহিদা অনুযায়ী সেরা বিকল্প প্রমাণিত হবে।
বাজেট ২০,০০০ টাকা? এই ৫ ফোনে পাবেন সেরা ফিচার
১. OnePlus Nord CE 2 Lite 5G: দাম ১৮,৯৯০ টাকা।
এই ওয়ানপ্লাস স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। সাথে সফ্টওয়্যার হিসেবে রয়েছে ইনবিল্ট অ্যান্ড্রয়েড ১২ ওএস। ফটোগ্রাফির জন্য এই ফোনটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বহন করবে।
২. Vivo T2: দাম ১৮,৯৯৯ টাকা।
ভিভোর এই ফোনে মূল ফিচার হিসেবে ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে। থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও।
৩. iQOO Z7: এরও দাম ১৮,৯৯৯ টাকা।
ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। এছাড়া এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা যাবে।
৪. Realme 10 Pro 5G: দাম ১৮,৯৯৯ টাকা।
রিয়েলমির এই ফোনটিতে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।
৫. OnePlus Nord CE3 Lite 5G: দাম ১৯,৯৯৯ টাকা।
তালিকার এই দ্বিতীয় ওয়ানপ্লাস ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি র্যাম, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। এতেও পাবেন ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।