কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩, দেখে নিন সেরা ৭টি মডেল

By :  SUPARNA
Update: 2023-07-15 12:45 GMT

বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা এতটাই উন্নত হয়ে গেছে যে, কিছু কিছু প্রিমিয়াম মডেল DSLR ক্যামেরাকেও কড়া টক্কর দিচ্ছে। বিশেষত ডিভাইসগুলিকে অত্যাধিক জুমিং পাওয়ার এবং একাধিক অ্যাডভান্স ক্যামেরা মোডের সাথে নিয়ে আসার কারণে দুর্দান্ত ইমেজ কোয়ালিটি পাওয়া সম্ভব হচ্ছে। এক্ষেত্রে আপনিও যদি নিজের জন্য একটি 'ক্যামেরা কেন্দ্রিক' মোবাইল কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই প্রতিবেদন আপনার জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে। কেননা আজ আমরা এমন ৭টি স্মার্টফোন মডেলের হদিশ দেব, যেগুলি সেরার সেরা ফটো ও ভিডিওগ্রাফি অফার করে। এই তালিকায় - Google Pixel 7a, Oppo Reno 8T 5G, Realme 11 Pro+ 5G, Samsung Galaxy F54 5G, Vivo V27 5G, Vivo X90 Pro এবং Apple iPhone14 Pro Max ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট সামিল রয়েছে। উল্লেখিত প্রত্যেকটি মডেল ব্যবহার করে পেশাদার ফটোগ্রাফারের ন্যায় ছবি তুলতে পারবেন আপনি।

ভাল ক্যামেরা ফোন ২০২৩ এর তালিকা

  1. Google Pixel 7a - ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনের ব্যাক প্যানেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮এক্স সুপার রেস জুম সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রিয়ার ক্যামেরা-দ্বয় ৪কে (4K) ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ। একই সাথে – নাইট সাইট, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার -এর মতো ক্যামেরা ফিচারও সাপোর্ট করে। এর ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। জানিয়ে রাখি, গুগল তাদের এই পিক্সেল-সিরিজের হ্যান্ডসেটকে উন্নত টেনসর জি২ (Tensor G2) ইমেজ প্রসেসিং প্রক্রিয়ার সমর্থন সহ নিয়ে এসেছে। ফলে আলোচ্য মডেলটি কম-আলোতেও দুর্দান্ত ফটো ক্লিক করতে সক্ষম।

  1. Oppo Reno 8T 5G - ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

ওপ্পো রেনো ৮টি ৫জি স্মার্টফোনকে AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ডিভাইসের ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা লক্ষ্যণীয়। আলোচ্য মডেলটির ১০৮ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সরে নন-পিক্সেল প্লাস বিনিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা লো-লাইটেও পরিষ্কার ছবি ক্যাপচার করার জন্য নয়টি পিক্সেলকে একত্রিত করে একটি সুপার-পিক্সেল তৈরি করে। এছাড়াও এটি AI পোর্ট্রেট সুপার রেজোলিউশন অ্যালগরিদম সাপোর্ট করে, যা অতি-স্বচ্ছ এবং উচ্চ-রেজোলিউশনের ছবি তুলতে সাহায্য করে।

  1. Realme 11 Pro+ 5G - ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনের ক্যামেরা বিভাগ এককথায় অনবদ্য। কেননা এটি OIS সুপারজুম এবং ৪এক্স লসলেস জুম সমর্থন সহ বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করে। এই ডিভাইসের ব্যাক প্যানেল ট্রিপল ক্যামেরা সেটআপ যুক্ত মডিউল অবস্থান করবে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী - সুপারওআইএস, স্ট্রিট ফটোগ্রাফি মোড, মুন মোড, নাইট মোড, স্টারি স্কাই মোড এবং সুপার নাইটস্কেপের মতো একাধিক অ্যাডভান্স ক্যামেরা মোড সাপোর্ট করে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

  1. Samsung Galaxy F54 5G - ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার ও OIS প্রযুক্তি সমর্থিত ১০৮ মেগাপিক্সেলের 'নো-শেক' প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফ্ল্যাগশিপ মডেলে নাইটগ্রাফি ফিচার সাপোর্ট করায় রাতের সময়েও যথেষ্ট স্পষ্ট ছবি ক্যাপচার করা যাবে। আবার ডিভাইসটি ন্যানো-বিনিং প্রযুক্তি সহ আসায়, বড় পিক্সেলের সাথে আরও বেশি পরিমাণ আলো লেন্স ধরতে সমর্থ। শুধু তাই নয়, ডিভাইসটির রিয়ার ক্যামেরায় সংস্থার নিজস্ব অস্ট্রোল্যাপ্স (AstroLapse) ফিচার সাপোর্ট করে, যা ইউজারদের টাইম-ল্যাপস ভিডিও তৈরি করার অনুমতি দেয়। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আলোচ্য ডিভাইসে পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

  1. Vivo V27 5G - ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে নিয়ে আসা হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ এক্ষেত্রে নাইট পোর্ট্রেট এবং অরা লাইট ক্যামেরা ফিচারের সাথে এই মোবাইল দিয়ে দুর্দান্ত ছবি তুলতে পারবেন আপনারা। এছাড়া, ডিভাইসের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

  1. Vivo X90 Pro - ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে আত্মপ্রকাশ করা ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোনের প্রধান ইউএসপি হল এর জেইস (Zeiss) দ্বারা কো-ইঞ্জিনিয়ার করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সিস্টেমে - এফ/১.৭৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর উপস্থিত, যার সাইজ ১-ইঞ্চির। সহায়ক ক্যামেরা হিসাবে এতে - এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX758 সেকেন্ডারি সেন্সর এবং এফ/২.০ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের Sony IMX553 সেন্সর পাওয়া যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই স্মার্টফোনটি এক্সট্রিম নাইট ভিডিও অ্যালগরিদমের সাথে এসেছি। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে পরিবেষ্টিত আলোর অবস্থা অনুধাবন করে এবং ছবির ব্রাইটনেস ও কনট্রাস্ট সামঞ্জস্য করে। আবার ডিভাইসটিতে জেইস ন্যাচারাল কালার ২.০ ফিচার বিদ্যমান থাকায়, ক্লিক করা ছবিগুলি আরও প্রাণবন্ত এবং পরিষ্কার দেখায়। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

  1. Apple iPhone 14 Pro Max - ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

ফটো ও ভিডিওগ্রাফির জন্য অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩এক্স অপ্টিকাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী দুর্দান্ত লো লাইট ফটোগ্রাফি অফার করবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এছাড়া ডিভাইসের সামনে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। জানিয়ে রাখি, অ্যাপলের এই লেটেস্ট আইফোন মডেলে নতুন সিনেম্যাটিক মোড উপলব্ধ করা হয়েছে, যা ২৪এফপিএস রেটে ফিল্ম স্ট্যান্ডার্ড মোডে কনটেন্ট শুট করতে সমর্থ।

Tags:    

Similar News