অল্প কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে, ফাস্ট চার্জিংয়ের জন্য কম বাজেটে সেরা এই 5টি Smartphone

Update: 2023-08-28 16:36 GMT

স্মার্টফোন (Smartphone) এখন আমাদের প্রায় সবারই সারাদিনের সঙ্গী, এই খুদে যন্ত্র ছাড়া এক মুহূর্ত চলতে গেলেও বেশ অসুবিধের মুখে পড়তে হয়। স্বাভাবিকভাবেই এই ব্যাপক ব্যবহারের কারণে যদি বারবার স্মার্টফোন চার্জ করতে হয়, তাহলে ভালো লাগেনা। তাছাড়া দীর্ঘসময় হ্যান্ডসেটটি চার্জে বসিয়ে রাখতে হলে সেটাও বেশ অস্বস্তির ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে একটি নতুন স্মার্টফোন কিনতে চান এবং আপনার চার্জিংয়ের জন্য খুব বেশি সময় ব্যয় করার ইচ্ছে না থাকে, তবে আপনি আমাদের এই প্রতিবেদনে উপলব্ধ স্মার্টফোনগুলির তালিকাটি পরীক্ষা করে দেখতে পারেন। এখানে আমরা বাজেট রেঞ্জের কিছু মডেলের কথা বলব, যেগুলি বিদ্যুৎ গতিতে চার্জ হয়ে যাবে।

ফাস্ট চার্জিংয়ের জন্য সেরা এই ৫টি সস্তা স্মার্টফোন

১. Tecno Pova 5 Pro: অ্যামাজনে এই ফোনটি ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

এতে ৬৮ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সাথে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র‌্যাম, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে এলইডি লাইট ইত্যাদি আকর্ষণীয় ফিচারও।

২. Infinix GT 10 Pro: ফ্লিপকার্টে এই ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা।

এই ফোনটিতে পাবেন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এছাড়া এটি ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে।

৩. OnePlus Nord CE 3 Lite 5G: এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৯৯ টাকা।

এই ফোন কিনলে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এরই পাশাপাশি মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৪. Realme 11 Pro Plus: এই ফোনটির দাম শুরু ২৩,৯৯৯ টাকা থেকে।

এতেও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। এছাড়া এটি কিনলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ ১০ বিট ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৫. OnePlus 11R 5G: অ্যামাজনে এই ফোনটির দাম ৩৯,৯৯৯ টাকা।

এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (Hasselblad নির্মিত) দেখা যাবে।

Tags:    

Similar News