৬০০০ টাকার কমে ভালো মোবাইল ফোন, Poco C50 এখন ৩৬ শতাংশ ছাড়ে কিনুন

By :  techgup
Update: 2023-06-30 08:25 GMT

আপনি অথবা আপনার আশে পাশে এমন কেউ যদি থেকে থাকেন, যিনি ফিচার ফোনে আটকে আছেন অথবা যিনি কম খরচে একটি সেকেন্ডারী স্মার্টফোন (Smartphone) কিনতে চান। তাহলে আপনি তাদেরকে একটি ফোনের বিষয়ে বলতে পারেন, যেটি ৬,০০০ টাকার কমে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর এই ফোনের নাম Poco C50। সংস্থার তরফে এই বাজেট রেঞ্জের ডিভাইসটির উপর বাম্পার ছাড় দেওয়া হচ্ছে।

Poco C50-এর দাম ও অফার

পোকো বিশেষভাবে এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে সি৫৯ মডেলটি প্রস্তুত করেছে, যার সাথে পাওয়া যাবে অপটিমাইজ পারফরম্যান্স। সাশ্রয়ীর মূল্যের এই ডিভাইসটি এখন ৩০% ফ্লাট ডিসকাউন্টের সাথে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড়ে পাওয়া যাবে। আর এই সুযোগ পাওয়া যাচ্ছে জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে।

পোকো সি ৫০-র ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় বাজারে ৮৯৯৯ টাকা। তবে ৩৬% ছাড় দিয়ে ফ্লিপকার্টে এই স্মার্টফোনটিকে ৫৭৪৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও ক্রেতারা যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড অথবা ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আরও ৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে ১০% ছাড় পাওয়া যাবে। কান্ট্রি গ্রীন এবং রয়েল ব্লু, এই দুটি অপশনে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন।

Poco C50-এর স্পেসিফিকেশন ও ফিচার

Poco C50 ফোনে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ডিসপ্লে ৪০০ নিটস (nits)-এর পিক ব্রাইটনেস অফার করে। আর ডিভাইসটি মিডিয়াটেক হেলিও (Helio) এ২২ প্রসেসরের সাথে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ অফার করে। স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১২গো এডিশন ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য Poco C50 এর পিছনে ৮ মেগাপিক্সেল এইআই ডুয়েল ক্যামেরা, আর সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। স্প্ল্যাশ প্রুভ কোটিং বিশিষ্ঠ এই ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News