6799 টাকা থেকে 50 হাজার টাকার কমে এই 10 ফোনের ধারেকাছে কেউ নেই, দেখুন লিস্ট
বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এখন কেউ আর শখ করে এই যন্ত্রটি কেনে না। বরং নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে খরিদ করে থাকে। এক্ষেত্রে ভারতের ইলেক্ট্রনিক্স বাজারে বিভিন্ন রেঞ্জের একাধিক হ্যান্ডসেট বর্তমান। ফলত ক্রেতারা নিজেদের বাজেট ও চাহিদার ভিত্তিতে স্মার্টফোন কেনার সুযোগ পেয়ে যান। আজ আমরা নূন্যতম ৬,৭৯৯ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫০,০০০ টাকা (প্রায়) বিক্রয় মূল্যের সাথে আসা এমন ১০টি ফোনের তালিকা নিয়ে হাজির হয়েছি, যেগুলি ফিচারের নিরিখে দুর্দান্ত এবং লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই তালিকায় সামিল আছে - Oppo F23 5G, Apple iPhone 13, Tecno Spark Go 2024, iQOO Z7 Pro 5G, Nokia G42 5G, Realme Narzo N53, Samsung Galaxy A54 5G, OnePlus 10R 5G, Honor 90, এবং Vivo V29 5G স্মার্টফোন। নিচে প্রত্যেকটি মডেলের দাম ও ফিচার আলোচনা করা হল।
৫০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা
১. Oppo F23 5G (8GB+256GB) : ২২,৯৯৯ টাকা
ওপ্পো এফ২৩ ৫জি ফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৯১.৪% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট বিদ্যমান। এগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + ৪০এক্স পর্যন্ত জুম সহ ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়া উক্ত মডেলে - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিন, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই ফোন ৮ জিবি ভার্চুয়াল র্যাম প্রযুক্তিও সাপোর্ট করে।
২. Apple iPhone 13 (128GB) : ৪৯,৩০০ টাকা
অ্যাপল আইফোন ১৩ মডেলে ৬.১-ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে আছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এছাড়া ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে - ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ (১২ মেগাপিক্সেল প্রাইমারি+১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর), স্মার্ট HDR প্রযুক্তি সমর্থিত ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সহ ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে। আইফোন ১৩ মডেলে ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প সাপোর্ট করে।
৩. Tecno Spark Go 2024 (6GB+64GB) : ৬,৭৯৯ টাকা
বক্সি এবং কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সাথে আসা টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের উপরিভাগে ডায়নামিক পোর্ট ফিচার সহ পাঞ্চ-হোল কাটআউট আছে, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো নোটিফিকেশন প্রদর্শন করে। এই হ্যান্ডসেটে - ইউনিসক টি৬০৬ প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডিটিএস টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, এবং ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ কাস্টম স্কিন চালিত এই স্মার্টফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।
৪. iQOO Z7 Pro 5G (8GB+256GB) : ২৪,৯৯৯ টাকা
আইকো জেড৭ প্রো ৫জি স্মার্টফোনে রয়েছে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ ৫জি অক্টা-কোর প্রসেসর, মালি-জি৬১০ এমসি৪ জিপিইউ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ কাস্টম ওএস, ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হাই-রেস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম, এবং ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।
৫. Nokia G42 5G (6GB) : ১২,৪৯৯ টাকা
নোকিয়া জি৪২ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬১২ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অ্যাড্রেন ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর সহ এসেছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ওএস চালিত এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+২+২ মেগাপিক্সেল), ৮ মেগাপিক্সেল সেলফি শুটার, এবং ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচারের সুবিধা পাওয়া যাবে। সর্বোপরি উক্ত মডেলটি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম প্রযুক্তি সমর্থন করে। আর নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার সহ এসেছে।
৬. Realme Narzo N53 (8GB+128GB) : ৮,৯৯৯ টাকা
রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনে ফিচার হিসাবে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে, ইউনিসক টি৬১২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + একটি ৫পি লেন্স সমন্বিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। তবে এই স্মার্টফোনের সবথেকে সেরা বিশেষত্ব হল এর ডিজাইন! কেননা এর ব্যাক প্যানেলের ডিজাইন প্রিমিয়াম অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স -এর সাথে সাদৃশ্যপূর্ণ।
৭. Samsung Galaxy A54 5G (8GB+256GB) : ৩৭,১২৪ টাকা
স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ও নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থিত। এদিকে হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ (৫০+১২+৫ মেগাপিক্সেল) রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে - এক্সিনস ১৩৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।
৮. OnePlus 10R 5G (8GB+128GB) : ২৮,৯৯৯ টাকা
ওয়ানপ্লাস ১০আর ফোনে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। এছাড়া ডিভাইসটি - অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম ওএস, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট ক্যামেরা, এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।
৯. Honor 90 (12GB+512GB) : ২৯,৯৯৯ টাকা
অনর ৯০ ৫জি স্মার্টফোনে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ১.৫কে (২,৬৬৪×১,২০০ পিক্সেল) OLED ডিসপ্লে, অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অক্টা-কোর প্রসেসর, ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার আউটসোল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের সেলফি লেন্স এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ ইউজার ইন্টারফেস চালিত এই হ্যান্ডসেটে সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
১০. Vivo V29 5G (12GB+256GB) : ৩৬,৯৯৯ টাকা
ভিভো ভি২৯ ফোনে ৬.৭৮-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (২,৮০০x১,২৬০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ৪৫২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং এইচডিআর ১০+ প্রযুক্তি সাপোর্ট করে। এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ভালো পারফরম্যান্স অফারের জন্য এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটে - ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি সমর্থিত ৪,৬০০ এমএএইচ (টিওয়াইপি) ব্যাটারি মিলবে।