10 হাজার টাকার কমে সেরা 5G মোবাইল ফোন, দেখে নিন লিস্ট

এখানে আমরা 10,000 টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি 5G স্মার্টফোনের কথা বলবো। যারমধ্যে আছে Moto, Lava, Poco ও Itel এর মোবাইল

By :  techgup
Update: 2024-08-29 13:27 GMT

নতুন ফোন খোঁজ করলে এখন 5G ডিভাইস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই হ্যান্ডসেটগুলি দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়। পাশাপাশি এগুলির প্রসেসর শক্তিশালী হয়। আর এখন কম দামেও 5G স্মার্টফোন বাজারে পাওয়া যায়। এখানে আমরা 10 হাজার টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি 5G স্মার্টফোনের কথা বলবো।

10 হাজার টাকার কমে সেরা 5G স্মার্টফোন

Motorola g45 5G

মোটোরোলার প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে আছে হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন 6 এস জেন 3 প্রসেসরের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেবে। এতে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি। ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি 9,999 টাকায় কেনা যাবে।

Lava Blaze 5G

লাভা ব্লেজ 5জি স্মার্টফোনটি মাত্র ৯,৭৯৯ টাকা থেকে কেনা যাবে। এতে 6.5-ইঞ্চি 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Poco M6 Pro 5G

মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসরের সাথে আসা এই পোকো স্মার্টফোনটি ভালো পারফরম্যান্স দেয়। আবার এতে আছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এদিকে 5000 এমএএইচ ব্যাটারির সাথে আসা এই ডিভাইসটি 8,999 টাকা থেকে কেনা যাবে।

itel Color Pro 5G

90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসা আইটেল কালার প্রো 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভারতে এর দাম 9,999 টাকা।

Tags:    

Similar News