Blaupunkt BTW100: জনপ্রিয় স্মার্ট টিভি কোম্পানি ভারতে লঞ্চ করল তাদের প্রথম ইয়ারফোন
ভারতীয় বাজারে Blaupunkt BTW100 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। বাজেট ফ্রেন্ডলি এই ইয়ারফোনটি ডিপ বেস সরবরাহ করার পাশাপাশি স্টেম লাইক ডিজাইন এবং ওভাল শেপের চার্জিং কেসের সাথে এসেছে। সংস্থার মতে, একবার চার্জে এটি ৪০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Blaupunkt BTW100 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Blaupunkt BTW100 ইয়ারফোনের দাম ও লভ্যতা
ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়ায় নতুন Blaupunkt BTW100 ইয়ারফোনটি ১,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। তবে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এর দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নেওয়ার সুযোগ পাবেন এই ইয়ারফোনটি।
Blaupunkt BTW100 ইয়ারফোনের স্পেসিফিকেশন
নয়া Blaupunkt BTW100 ইয়ারফোনটি ক্রোম এজ সহ লম্বা স্টেম লাইক ডিজাইনের সাথে এসেছে। যদিও এর চার্জিং কেস ক্ল্যাম সেল ডিজাইনের। এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার, যা পাঞ্চি বেস সরবরাহ করতে সক্ষম। সংস্থার মতে, ইয়ারফোনটি স্টেরিও হাই - ডেফিনিশন সাউন্ড উৎপন্ন করতে পারবে।
অন্যদিকে, ইয়ারফোনটির প্রতিটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি ৪০০ এমএএইচ। সংস্থার দাবি এর ইয়ারবাডগুলি একবার চার্জে ৪ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আবার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে এর কেস চার্জ দেওয়া যাবে। তদুপরি, ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১৫ মিনিট চার্জে এটি এক ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। উপরন্তু, ইয়ারফোনটি জল, ঘাম ও ধুলো প্রতিরোধী এবং এতে পাওয়া যাবে টাচ কন্ট্রোলের সুবিধা।
আবার কল চলাকালীন বাইরের আওয়াজ এড়াতে এতে ইএনসি ক্রিস্পর টেকনোলজি ( “ENC CRISPR Technology”) সাপোর্ট করবে। আবার কানেক্টিভিটির জন্য Blaupunkt BTW100 ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১, যা সর্বোচ্চ ৩০ ফুট দূরত্ব পর্যন্ত সিগন্যাল ধরে রাখতে পারবে। সর্বোপরি, ইয়ারফোনটিতে গেমিংয়ের জন্য থাকছে ৮০ এমএস ল্যাটেন্সি মোড।