আওয়াজে বাড়ি গমগম করবে, Bose Smart Soundbar 900 ভারতে লঞ্চ হল

By :  techgup
Update: 2022-04-26 19:07 GMT

মঙ্গলবার ভারতের মাটিতে পা রাখল Bose Smart Soundbar 900 অডিও ডিভাইসটি। যদিও ভারতে আসা এই নতুন ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত সাউন্ডবারটি গত বছরই বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল। এটি Bose Smart Soundbar 700 স্পিকারের উত্তরসূরী এবং মাল্টিরুম ওয়াইফাই মিউজিক স্ট্রিমিং সাপোর্টের সাথে এসেছে, যাতে অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। শুধু তাই নয়, ব্লুটুথের মাধ্যমে এটিকে ফোন কিংবা ট্যাবলেটের সাথে কানেক্ট করা যাবে। চলুন Bose Smart Soundbar 900 অডিও ডিভাইসটির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Bose Smart Soundbar 900 এর দাম ও লভ্যতা

ভারতে বোস স্মার্ট সাউন্ডবার ৯০০ অডিও ডিভাইসটির দাম রাখা হয়েছে ১,০৪,৯০০ টাকা। সংস্থার নিজস্ব অফলাইন স্টোর ছাড়াও ক্রোমা, রিলায়েন্স এবং বিজয় সেলস এবং ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে সাউন্ডবারটি। আর্টিক হোয়াইট এবং ব্ল্যাক কালারের ভারতে উপলব্ধ সাউন্ডবারটি।

Bose Smart Soundbar 900 এর ফিচার এবং স্পেসিফিকেশন

টিভির সঙ্গে কানেক্ট করে মনোরম সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য বোস স্মার্ট সাউন্ডবার ৯০০-এ রয়েছে এইচডিএমআই এআরসি ( HDMI eARC)। ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.২ সাপোর্ট ছাড়াও ডিভাইসটি স্পটিফাই কানেক্ট (Spotify Connect) এবং এয়ারপ্লে টু (AirPlay 2) এর সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যবহারকারী যাতে এটিকে তাদের ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারে, তার জন্য এটি অ্যালেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টের সাথে এসেছে। অ্যালেক্সা ব্যবহার করে এতে সহজেই ফোন কল ধরা এবং করা যাবে। শুধু তাই নয়, সাউন্ডবারটি বোস ভয়েস৪ভিডিও (Bose Voice4Video) বৈশিষ্ট্যের সাথে এসেছে, যার মাধ্যমে যে টিভির সাথে এটি সংযুক্ত করা থাকবে সেটিকে ভয়েস কমান্ডের মাধ্যমে চালানো সম্ভব। এছাড়া ইউজাররা স্মার্ট সাউন্ডবার ৯০০ অডিও ডিভাইসটিকে অন্যান্য বোস স্মার্ট স্পিকারের সাথে লিংক করাতে পারবেন। এমনকি ডিভাইসটি কোম্পানির নতুন লঞ্চ হওয়া QuietComfort 45 হেডফোনের সাথেও সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, Bose Smart Soundbar 900 অডিও ডিভাইসটিতে ভয়েস শনাক্তকরণের জন্য একটি মাইক্রোফোন অ্যারে উপস্থিত। এছাড়া সাউন্ডবারে পাওয়ার, মিউজিক, টিভি এবং ব্লুটুথ নিয়ন্ত্রণ করার জন্য জন্য সোর্স বোতাম, বলিউড মিডিয়া প্লে ব্যাক বোতাম এবং প্রিসেট বোতাম উপলব্ধ।

জানিয়ে রাখি, নতুন বোস স্মার্ট সাউন্ডবার ৯০০ ওভাল শেপের সাথে এসেছে। এর পরিমাপ ২.৩x৪x৪১ ইঞ্চি। সংস্থাটি দাবি করেছে, নতুন এই সাউন্ডবারটি ৫০ ইঞ্চি বা তার বড় টেলিভিশনের জন্য উপযুক্ত।

Tags:    

Similar News