বাজেটের মধ্যে সবচেয়ে সেরা, ১৫ হাজার টাকার কমে দেখে নিন জনপ্রিয় 5G ও 4G ফোন

By :  techgup
Update: 2022-12-19 11:12 GMT

Snapdragon Phones Under 15000 : বর্তমান সময়ে বহু স্মার্টফোন ব্যবহারকারীই তাদের হ্যান্ডসেটকে এক-দু'বছর অন্তর অন্তর আপগ্রেড করে থাকেন। আবার চলতি বছরের অক্টোবরে যেহেতু এদেশে বহুল প্রতীক্ষিত 5G পরিষেবা রোলআউট হয়ে গিয়েছে, তাই প্রচুর মানুষের মধ্যেই এখন এই প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই এখন নিজেদের পুরোনো হ্যান্ডসেটকে পাল্টে একটি পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন করায়ত্ত করার পরিকল্পনা করছেন। আবার অনেকের মনে নতুন 5G ফোন কেনার ইচ্ছে না থাকলেও বছরের একদম শেষ প্রান্তে এসে নিজেদের পুরোনো হ্যান্ডসেটটিকে বদলে একটি ঝাঁচকচকে নতুন স্মার্টফোনকে পকেটস্থ করার প্রবল আকাঙ্খা রয়েছে। তাই সকলের সুবিধার্থে এই প্রতিবেদনে আমরা ১৫,০০০ টাকার কমে উপলব্ধ কয়েকটি সাশ্রয়ী মূল্যের দুর্দান্ত স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি। এর ফলে হাতের মুঠোয় একাধিক কার্যকর ফিচার ব্যবহারের সুবিধা তো মিলবেই, সেইসাথে বছরের অন্তিম লগ্নে পকেটের ওপর বিশেষ চাপ না ফেলেই পছন্দসই স্মার্টফোন কেনার স্বপ্নও পূরণ হবে।

Best Processor Phone Under 15000 5G

১৫,০০০ টাকার কমে Amazon এবং Flipkart থেকে কিনে নিন এই ৫ টি দুর্দান্ত স্মার্টফোন

Samsung Galaxy M13 5G

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি-র ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ ১৩,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। তবে স্যামসাংয়ের 'র‌্যাম প্লাস' ফিচারের সাহায্যে অভ্যন্তরীণ স্টোরেজকে কাজে লাগিয়ে ১২ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। ডুয়াল-সিমের (ন্যানো) এই স্মার্টফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটির পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান।

Moto G42

মোটোরোলার এই ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। ডুয়াল-সিমের (ন্যানো) এই ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুরন্ত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোটো জি৪২ স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Poco M4 5G

পোকো এম৪ ৫জি ফোনের সামনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০ x ২৪০৮ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) প্রসেসর দ্বারা চালিত এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে ফ্লিপকার্টে এই স্মার্টফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা।

iQOO Z6 Lite 5G

আইকোর এই স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি চলতি সময়ে অ্যামাজন থেকে কিনতে হলে ক্রেতাদের ১৩,৯৯৯ টাকা খরচ করতে হবে। এই ডিভাইসটিতে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যা ২,৪০৮×১,০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ন্যাপড্রাগন ৪ জেন ১ (Snapdragon 4 Gen 1) চিপসেট দ্বারা চালিত এই হ্যান্ডসেটে ফটো ও ভিডিওগ্রাফির জন্য আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 10 Lite

বর্তমানে অ্যামাজনে এই ফোনের ৪ জিবি + ৬৪ জিবি মডেলটি ১৪,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। রেডমির এই ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যা ২,৪০০×১,০৮০ পিক্সেল রেজোলিউশন অফার করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি (Qualcomm Snapdragon 720G) প্রসেসর থাকার ফলে এই ফোনে খুব দ্রুত মাল্টি-টাস্কিং করতে পারবেন ইউজাররা। হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News