Camera Smartphones: ভিডিও শুট বা ফটো তোলার জন্য ভালো ক্যামেরা স্মার্টফোন চাইলে দেখে নিন সেরা ৫ মডেল
আজকাল টেক ব্র্যান্ডগুলিকে ইলেক্ট্রনিক্স বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করতে অধিক দেখা যাচ্ছে। মূলত অ্যাডভান্স ফিচার ব্যবহারের অভিজ্ঞতা লাভের জন্য ক্রেতারা আর বাজেট নিয়ে বিশেষ চিন্তিত না থাকায়, সংস্থাগুলিও চাহিদা অনুযায়ী ৩০,০০০ টাকা বা তার আশেপাশের রেঞ্জের হ্যান্ডসেট নিয়ে আসছে। এক্ষেত্রে আপনি যদি নিজের জন্য এই দামের মধ্যে একটি 'ক্যামেরা ফোকাসড' স্মার্টফোন কিনতে চান, তবে মিড-রেঞ্জের একাধিক দুর্দান্ত ফ্ল্যাগশিপ মডেল এদেশের বাজারে বিদ্যমান রয়েছে। এই তালিকায় - OnePlus Nord 2T 5G, Nothing Phone 1, Redmi Note 12 Pro Plus 5G, Google Pixel 6a এমনকি লেটেস্ট মডেল Motorola Edge 40 সামিল আছে। আপনি যদি উল্লেখিত মডেলগুলির একটিকে বেছে নিতে চান, তবে আমাদের এই প্রতিবেদন থেকে এগুলির দাম ও ফিচার জেনে নিন।
৩০,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা
OnePlus Nord 2T 5G : ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ-৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। এই ফোন অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ দ্বারা চালিত। ছবি তোলার জন্য ডিভাইসে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট সেন্সর রয়েছে। ৫জি কানেক্টিভিটির এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সমর্থন করে।
দাম - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা OnePlus Nord 2T 5G স্মার্টফোনকে ২৮,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে।
Nothing Phone 1 : ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ -এ কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। ক্যামেরা বিভাগের কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, নাথিং ফোন ১ -এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটি ফিচার হিসাবে ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির সুবিধা পাওয়া যাবে।
দাম - Nothing Phone 1 স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে।
Motorola Edge 40 : সদ্য ভারতে লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৪০ স্মাটফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫-ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন, যা গ্রাফিক্সের জন্য মালি জি৭৭ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ফটো ও ভিডিওগ্রাফির জন্য আলোচ্য মোটোরোলা ব্র্যান্ডিং হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো সেন্সর হিসাবেও কাজ করবে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৪০০ এমএএইচ ব্যাটারি আছে। এছাড়া নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দাম - Motorola Edge 40 স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজকে ২৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।
Xiaomi Redmi Note 12 Pro Plus 5G : রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে - অ্যাডাপ্টিভ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০০ নিট পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামেট, ডলবি ভিশন, এইচডিআর১০+ এবং ওয়াইডভাইন এল১ টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আবার ছবি তোলার জন্য রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে বিদ্যমান। এগুলি হল - ২০০ মেগাপিক্সেলের Samsung HPX প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৯৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম - Redmi Note 12 Pro Plus 5G স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে।
Google Pixel 6a : গুগল পিক্সেল ৬এ ফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি গুগল টেনসর অক্টা-কোর চিপসেট এবং টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। তদুপরি, এতে - ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪,৪১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান। এছাড়া নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।
দাম - Google Pixel 6a স্মার্টফোনকে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে।