১০ হাজার টাকার কমে Redmi, Realme, Samsung, Tecno-র সেরা ফোন দেখে নিন
আপনি কী শুধুমাত্র বাজেট-ঘাটতির কারণে বারংবার স্মার্টফোন কেনার থেকে পিছিয়ে আসছেন? এমনটা হলে, জানিয়ে রাখি যে, ভারতীয় বাজারে এমন অগুনিত স্মার্টফোন বিদ্যমান আছে যেগুলি দামে অতিশয় সাশ্রয়ী এবং ফিচারের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। যেমন, Realme, Redmi, Samsung, Lava, এবং Tecno -এর মতো নামজাদা টেক ব্র্যান্ডগুলি এমন বহু বাজেট রেঞ্জের স্মার্টফোন আনছে, যেগুলির দাম ১০,০০০ টাকার কম রাখা হয়েছে। আর আগেই যেমন বলেছিলাম, দামে কম হলেও, ফিচারে কিন্তু ভরপুর প্রত্যেকটি হ্যান্ডসেট। বাজেট রেঞ্জে এলেও অনেক স্মার্টফোনে, HD+ ডিসপ্লে প্যানেল, অ্যাডভান্স প্রসেসর, উন্নত ক্যামেরা ফ্রন্ট এবং শক্তিশালী ৬,০০০ এমএএইচ পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাবেন আপনারা। অতএব, আপনারা যদি সস্তায় একটি নয়া স্মার্টফোন ব্যবহারের আস্বাদ পেতে চান, তবে আমাদের এই প্রতিবেদন থেকে উক্ত ব্র্যান্ডের বাজেট সেগমেন্ট অধীনস্ত স্মার্টফোনগুলির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নিতে পারেন।
১০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা ৫টি স্মার্টফোনের তালিকা
Redmi 9 Activ: রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনে, ২০:৯ এসপেক্ট রেশিও যুক্ত একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেখা যাবে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টম ওএস স্কিনে চলবে। এই ফোনে ডুয়েল-রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) ডেপ্থ সেন্সর। একই সাথে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার, সিকিউরিটির জন্য রেডমি ৯ অ্যাক্টিভ ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই হ্যান্ডসেটে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফুল চার্জে ৩৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ ও ৩০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।
দাম : Redmi 9 Activ স্মার্টফোনের দাম ৯,৪৯৯ টাকা।
Realme Narzo 50i: ডুয়েল সিমের রিয়েলমি নারজো ৫০আই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ এবং এটি, ২০:৯ এসপেক্ট রেশিও, ৮৮.৭ % স্ক্রিন-টু-বডি রেশিও, ২৭০পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমির এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর এসসি৯৮৬৩এ (SC9863A) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো কাস্টম স্কিনে চলবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে নারজো সিরিজের এই ফোনে, ৮ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরাটি ৩০ এফপিএস (Frame Per Second) -এ ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সক্ষম। সিকিউরিটির জন্য রয়েছে ফেস আনলক ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৩ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। প্রসঙ্গত, এতে সুপার পাওয়ার সেভিং মোডও পেয়ে যাবেন ইউজাররা।
দাম : Realme Narzo 50i ফোনের ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। আর, ৪ জিবি র্যাম অপশনের দাম ৮,৯৯৯ টাকা।
Samsung Galaxy M12: ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) TFT LCD ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ভি স্টাইল, যার মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল সেলফি শুটার অবস্থিত। আর ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ২.০ গিগাহার্টজ প্রসেসিং রেটের অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর এবং মালি জি৭৬ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১১ বেসড এই ফোনটি One UI সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি ৫৮ ঘন্টা টকটাইম অফার করবে।
দাম : Samsung Galaxy M12 ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
Lava Z4: লাভা জেড সিরিজ অন্তর্গত জেড৪ স্মার্টফোনটি ২.৩ গিগাহার্টজ প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সহ এসেছে। এই ফোনে, একটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ২০:৯ এসপেক্ট রেশিও এবং কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশনের সাথে এসেছে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। একই ভাবে সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। অ্যান্ড্রয়েড চালিত লাভা জেড৪ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
দাম : Lava Z4 স্মার্টফোনের দাম ৯,৩৯৯ টাকা।
Tecno Spark 8C: টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২৬৯পিপিআই পিক্সেল ডেনসিটি, ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৯.৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। আবার উক্ত হ্যান্ডসেটটি অক্টা কোর প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম স্কিন পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Tecno Spark 8C স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের এআই (AI) ক্যামেরা। আর সেকেন্ডারি সেন্সরে এআই (AI) বিউটি ৩.০ মোড, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি মোড, HDR, ফিল্টার মোড সাপোর্ট করে। এছাড়া, সেলফি তোলা ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, টেকনো স্পার্ক ৮সি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির মেগা ব্যাটারি আছে, যা একক চার্জে ৫৩ ঘন্টার কলিং টাইম ও ৮৯ দিনের স্ট্যান্ড-বাই টাইম অফার করবে।
দাম : Tecno Spark 8C স্মার্টফোনের দাম ৮,০৯৯ টাকা।