ওয়ালপেপার করলে দারুণ লাগবে, সব ফোনে মানাবে এমন দারুণ ইমেজ প্রকাশ করল Oppo
প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা ওপ্পো তাদের লেটেস্ট Reno 10 সিরিজের ডিভাইসগুলি গত মে মাসে চীনা বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি মডেল - স্ট্যান্ডার্ড Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+। চলতি সপ্তাহের শুরুতে Reno 10 সিরিজটি ভারতীয় বাজারেও পা রেখেছে। ডিজাইন এবং স্পেসিফিকেশন উভয় দিক থেকেই ওপ্পোর নয়া সিরিজটি গ্রাহকদের নজর কেড়েছে এবং রেনো সিরিজের মডেল হিসেবে এগুলি ব্যবহারকারীদের সর্বোত্তম ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করতেও সক্ষম। আর এখন কোম্পানি তাদের এই আকর্ষণীয় স্মার্টফোনগুলির কিছু ওয়ালপেপার প্রকাশ করেছে যা Reno 10 সিরিজের অন্যতম সিগনেচার। ওয়ালপেপারগুলি নীল, বেগুনি এবং ধূসর রঙে বেছে নেওয়া যাবে।
Oppo Reno 10 সিরিজের তিনটি ওয়ালপেপার প্রকাশ করল কোম্পানি
টুইটারে ওপ্পো তাদের অফিসিয়াল কালারওএস হ্যান্ডেল থেকে নতুন রেনো ১০ সিরিজের ফোনগুলির তিনটি ওয়ালপেপার প্রকাশ করেছে। ওয়ালপেপার গুলি একই রকম দেখতে হলেও এগুলির রঙ ভিন্ন। ব্লু, পার্পল এবং গ্রে - এগুলির মধ্যে থাকে আগ্রহী ব্যক্তিরা তাদের ফোনের জন্য পছন্দসই রঙের ওয়ালপেপারটি বেছে নিতে পারবেন। আগেই উল্লেখ করা হয়েছে যে, এই সপ্তাহের শুরুতে বহু প্রতীক্ষিত ওপ্পো রেনো ১০ সিরিজের হ্যান্ডসেটগুলি ভারতের বাজারে উন্মোচন করা হয়েছে। আসুন এই আকর্ষণীয় ফোনগুলির স্পেসিফিকেশন ও ফিচারগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।
Oppo Reno 10 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো রেনো ১০ সিরিজের তিনটি ফোনেই পাঞ্চ-হোল ডিজাইন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪-ইঞ্চির কার্ভড অলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ তবে, রেনো ১০ এবং রেনো ১০ প্রো মডেল দুটি ফুলএইচডি+ এবং রেনো ১০ প্রো+ ১.৫কে রেজোলিউশন অফার করে। স্ট্যান্ডার্ড মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত। আর রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো+ ৫জি ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট। রেনো ১০ সিরিজের ফোনগুলিতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Oppo Reno 10 সিরিজের রেগুলার মডেলে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। আবার Reno 10 Pro মডেলের ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে।
টপ-এন্ড Oppo Reno 10 Pro+ 5G ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, ৩x জুম সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর দ্বারা গঠিত ক্যামেরা সেটআপ অবস্থান করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, তিনটি ফোনের সামনেই ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেলফি ক্যামেরা বর্তমান।
এছাড়া নিরাপত্তার জন্য, Oppo Reno 10 সিরিজে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেকটি মডেল ১৪টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo Reno 10-এ ৬৭ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Reno 10 Pro ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সর্বোপরি Oppo Reno 10 Pro+ মডেলটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে।