সস্তা Dell G16 গেমিং ল্যাপটপ Intel i7-12700H প্রসেসর সহ লঞ্চ হল, রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম
Dell সম্প্রতি একটি নতুন গেমিং ল্যাপটপের ঘোষণা করলো গ্লোবাল মার্কেটে, যার নাম Dell G16। দেখতে গেলে, ভারতে এএমডি রাইজেন (AMD Ryzen) চিপসেটের G15 AMD Edition গেমিং ল্যাপটপের উন্মোচনের পুরো এক মাসের মাথায় নয়া Dell G16 গেমিং ল্যাপটপকে লঞ্চ করা হল। ফিচারের কথা বললে, আলোচ্য মডেলটি জি-সিঙ্ক (G-Sync) টেকনোলজি সমর্থিত ডিসপ্লে প্যানেল, ১২তম প্রজন্মের ইন্টেল কোর H-সিরিজ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং তিনটি ভিন্ন স্টাইলের কী-বোর্ড ডিজাইন সহ এসেছে। এছাড়া, উক্ত মডেলকে তিনটি স্বতন্ত্র জিপিইউ কনফিগারেশনের মধ্যেও বেছে নেওয়া যাবে। চলুন Dell G16 গেমিং ল্যাপটপের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ডেল জি১৬ গেমিং ল্যাপটপের স্পেসিফিকেশন (Dell G16 Gaming laptop Specification)
নতুন ডেল জি১৬ -কে 'অ্যাফোর্ডেবল' গেমিং ল্যাপটপ বিকল্প হিসাবে বাজারজাত করা হয়েছে। এতে একটি ১৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ২,৫৬০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন, ১৬৫ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এক্ষেত্রে, এই এসপেক্ট রেশিও উক্ত ল্যাপটপের ১৫-ইঞ্চি চ্যাসিসে ১৬-ইঞ্চি ডিসপ্লে ফিট করতে সাহায্য করেছে। আরো সহজ করে বললে, আলোচ্য ল্যাপটপের ডিসপ্লে প্যানেল আকারে বড় নয়, কিন্তু এর ডিসপ্লেতে অতিরিক্ত ১১% স্ক্রীন স্পেস রয়েছে। যার দরুন, স্ক্রিনটি ১৫-ইঞ্চির হলেও দেখতে ১৬-ইঞ্চি মনে হবে। প্রসঙ্গত, এই ডিসপ্লে জি-সিঙ্ক (G-Sync) টেকনোলজির সমর্থন সহ এসেছে।
অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, নবাগত Dell G16 গেমিং ল্যাপটপটি ১২তম প্রজন্মের ইন্টেল কোর i7-12700H প্রসেসরের সাথে সজ্জিত হয়ে এসেছে। এই প্রসেসরে, ২০-থ্রেড চিপ সহ একটি ১৪-কোর আর্কিটেকচার রয়েছে, যা সর্বোচ্চ ৪.৭০ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করে। ল্যাপটপটি ১৬ জিবি পর্যন্ত ৪,৮০০মেগাহার্টজ DDR5 র্যামের সাথে কনফিগার হয়ে এসেছে। আর এর বেস মডেলে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। যদিও ল্যাপটপের স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করার বিকল্পও আছে।
ডেল আনীত এই ল্যাপটপ, তিনটি ভিডিও গ্রাফিক্স কার্ড বিকল্পে উপলব্ধ। যার মধ্যে প্রথমটি হল - ৪ জিবি GDDR6 মেমরি সহ আরটিএক্স ৩০৫০ টিআই জিপিইউ, যা বেস মডেলে ৯০ওয়াট পাওয়ার সরবরাহ করতে পারে। দ্বিতীয় বিকল্পটি হল - আরটিএক্স ৩০৬০ টিআই জিপিইউ। আর, তৃতীয়টি হল - আরটিএক্স ৩০৭০ টিআই জিপিইউ, যা ৮ জিবি GDDR6 মেমরি এবং ১৪০ ওয়াট পাওয়ার সরবরাহ ক্ষমতা সহ এসেছে। এই তিন নম্বর জিপিইউ কনফিগারেশন একটি QHD রেজোলিউশনের ডিসপ্লে সমন্বিত গেমিং ল্যাপটপের জন্য আদর্শ৷ যাইহোক, কী-বোর্ড ডিজাইনের ক্ষেত্রেও তিনটি ভিন্ন স্টাইল বিকল্পের মধ্যে বেছে নেওয়া যাবে। যেমন, ডিফল্টভাবে একটি ওয়ান-জোন RGB কী-বোর্ড দেওয়া হবে। কিন্তু ইউজাররা চাইলে - চেরিএমএক্স (CherryMX) সুইচ যুক্ত করতে এবং পার-কী লাইটিং স্টাইলে মডেলটি আপগ্রেড করতে পারবেন।
Dell G16 ল্যাপটপের দুটি হাই-এন্ড মডেলে কানেক্টিভিটির জন্য একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট অতিরিক্ত ভাবে পাওয়া যাবে। আর বাদবাকি প্রত্যেকটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে - ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, এইচডিএমআই ২.১, তিনটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি ইথারনেট পোর্ট এবং একটি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে৷ আলোচ্য গেমিং ল্যাপটপটির ভ্যারিয়েন্টগুলি ৫৬WHr অথবা ৮৬WHr ক্যাপাসিটির ব্যাটারি সহযোগে এসেছে।
ডেল জি১৬ গেমিং ল্যাপটপ দাম (Dell G16 Gaming laptop price)
ডেল ১৬ গেমিং ল্যাপটপের দাম ১,৪০০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১,১১,৯০০ টাকা) থেকে শুরু হচ্ছে এবং আজ অর্থাৎ ২০ই জুলাই থেকে এটির সেল শুরু হয়েছে৷ ভারতে এটিকে কবে লঞ্চ করা হবে সেই তথ্য এখনো অজানা।