কিছুক্ষণ পরে লঞ্চ হচ্ছে Samsung Galaxy S23 সিরিজ, এখন প্রি-বুক করলে ৫ হাজার টাকা বাঁচাতে পারবেন

By :  SUMAN
Update: 2023-02-01 11:48 GMT

অপেক্ষা আর কয়েক ঘন্টার! আর তারপরই পর্দা সরানো হবে Samsung এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S23 -এর উপর থেকে। উক্ত স্মার্টফোন লাইনআপকে ১লা ফেব্রুয়ারি অর্থাৎ আজ অনুষ্ঠিত হতে চলা ‘Galaxy Unpacked 2023’ ইভেন্ট চলাকালীন উন্মোচন করা হবে। এক্ষেত্রে এই মেগা লঞ্চ ইভেন্টটি ভারতীয় সময় অনুসারে রাত ১১.৩০টা নাগাদ লাইভ হতে চলেছে। প্রসঙ্গত দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ডটি, ইতিমধ্যেই ভারতীয় গ্রাহকদের জন্য Galaxy S23 সিরিজের প্রি-বুকিং লাইভ করে দিয়েছে। সর্বোপরি প্রত্যেক আগাম বুকিংকারীদের আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে। নিচে Samsung -এর সর্বাধিক শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সাথে প্রযোজ্য লঞ্চ অফার এবং Samsung Galaxy Unpacked 2023 ইভেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হল।

Samsung Galaxy Unpacked 2023: কীভাবে লাইভস্ট্রিম দেখবেন?

২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলা গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) থেকে লাইভ স্ট্রিম করা হবে। একই ভাবে, আপনি স্যামসাং নিউজরুম সহ সংস্থার যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (টুইটার, ফেসবুক এবং ইউটিউবে) মাধ্যমে ইভেন্টের আপডেট পাবেন।

ভারতে শুরু হয়ে গিয়েছে Samsung Galaxy S23 সিরিজের প্রি-বুকিং, পাওয়া যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট

ভারতে ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগ্রহীরা, স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com), স্যামসাং এক্সক্লুসিভ স্টোর (Samsung Exclusive Store) এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে পছন্দসই গ্যালাক্সি এস-সিরিজের হ্যান্ডসেট আগাম অর্ডার করতে পারবেন। এক্ষেত্রে ফোনগুলি প্রি-অর্ডার করার সময় গ্রাহকদের ১,৯৯৯ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। আর সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, লঞ্চ অফারের অংশ হিসাবে প্রত্যেক আগাম বুকিংকারীকে ফ্লাট ৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার আগামী ৩১শে মার্চ ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে।

Samsung Galaxy S23 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সও এস২৩ লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা – গ্যালাক্সি এস২৩ (Galaxy S23), গ্যালাক্সি এস২৩ প্লাস (Galaxy S23 Plus) এবং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা (Galaxy S23 Ultra)। ডিজাইনের নিরিখে, আলোচ্য সিরিজের ডিভাইসগুলি অনেকাংশে পূর্বসূরি গ্যালাক্সি এস২২ (Galaxy S22) লাইনআপের অনুরূপ হবে। সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা কার্ভড ডিজাইনের সাথে আসতে পারে। আর এতে সংস্থার নতুন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০০এক্স পর্যন্ত হাইব্রিড জুম সাপোর্ট সহ দুটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। সেলফি তোলার জন্য ডিভাইসটিতে ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Galaxy S23 এবং Galaxy S23 Plus -এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা মডেলে সবচেয়ে বড় অর্থাৎ ৬.৮-ইঞ্চির ডিসপ্লে থাকবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোন দুটিতে যথাক্রমে ৬.১-ইঞ্চি ও ৬.৬-ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের ক্ষেত্রে, আসন্ন তিনটি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে। গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোন দুটি ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। তবে 'আল্ট্রা' মডেল হয়তো ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১টিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। স্যামসাংয়ের এই নয়া লাইনআপ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ (OneUI 4.1) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে।

ভারতে Samsung Galaxy S23 সিরিজের সম্ভাব্য বিক্রয় মূল্য

কয়েকদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয় যে ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের দাম শুরু হবে ৭৯,৯৯০ টাকা থেকে। তবে সমস্ত মডেলের দাম জানতে আমাদের লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tags:    

Similar News