OnePlus Foldable: আগস্টেই ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডিং ফোন লঞ্চ! দাবি ঘিরে আলোড়ন

Update: 2023-05-05 08:12 GMT

ওয়ানপ্লাস (OnePlus) প্রতিবারই বছরের প্রথমার্ধে প্রিমিয়াম ফোনে অনেক বেশি মনোনিবেশ করে। ইতিমধ্যেই কোম্পানি দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে - OnePlus 11 এবং OnePlus 11R 5G। আবার ভারতে OnePlus Pad নামে একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেটও নিয়ে এসেছে তারা। এবছরের শুরুর দিকে আয়োজিত লঞ্চ ইভেন্টের সময়, ওয়ানপ্লাস তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোল্ডেবল হ্যান্ডসেটটির লঞ্চকে টিজ করেছিল। শোনা যাচ্ছে এটি OnePlus V Fold নামে আত্মপ্রকাশ করবে। যদিও, সেই সময়ে ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটির সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে এখন এক টিপস্টারের সৌজন্যে এর লঞ্চের টাইমলাইনটি জানা গেছে। ওয়ানপ্লাস ফোল্ডেবল ফোনটি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। কোন মাসে লঞ্চ হবে, তাও প্রকাশ করেছেন টিপস্টার। আসুন তাহলে এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus V Fold বাজারে আসতে পারে আসন্ন Google Pixel Fold এবং Samsung Galaxy Z Fold 5-এর লঞ্চের পর

টিপস্টার ম্যাক্স জাম্বোর দাবি করেছেন যে ওয়ানপ্লাস ফোল্ডেবলটি আগামী আগস্ট মাসে লঞ্চ হবে। তিনি অবশ্য এই ফোনের লঞ্চের তারিখটি প্রকাশ করেননি। তবে, যদি ফাঁস হওয়া টাইমলাইনটি সত্য হয়, তাহলে ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোনটি আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং আসন্ন পিক্সেল ফোল্ডের কয়েক মাস পরে আত্মপ্রকাশ করতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গুগল পিক্সেল ফোল্ড আগামী ১০ মে আয়োজিত আই/ও ২০২৩ ইভেন্টে লঞ্চ হতে চলেছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ আগামী জুলাইতে বাজারে আসতে পারে।

শোনা যাচ্ছে, কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি ওয়ানপ্লাস ভি ফোল্ড হিসেবে লঞ্চ হবে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই চীনে ফোনের নামের জন্য একটি ট্রেডমার্ক দায়ের করেছে। পাশাপাশি, ফোনটির একটি ফ্লিপ সংস্করণও রয়েছে, যা এর সাথে বাজারে প্রবেশ করতে পারে। টিজারের সময় সংস্থাটি ফোল্ডেবলটির সম্পর্কে অন্য কোনও বিবরণ প্রকাশ করেনি। তবে অনুমান করা হচ্ছে এটি চীন-এক্সক্লুসিভ ওপ্পো ফাইন্ড এন২-এর রিব্যাজড সংস্করণ হিসেবে বিশ্বের বিভিন্ন বাজারে আত্মপ্রকাশ করবে।

জানিয়ে রাখি, গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Oppo Find N2-এ রয়েছে ৭.১ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৫৫০ নিট সর্বোচ্চ স্ক্রিন ব্রাইটনেস অফার করে। আবার এর কমপ্যাক্ট আউটার ডিসপ্লেটির আকার ৫.৫৪ ইঞ্চি। উভয় ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি করে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। Find N2 স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত।

আবার ফটোগ্রাফির জন্য, Oppo Find N2-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ আর প্রাইমারি ও কভার - উভয় ডিসপ্লের ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি করে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N2-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে, ওপ্পো বা ওয়ানপ্লাস - কেউই আসন্ন OnePlus V Fold সম্পর্কে কোন বিবরণ নিশ্চিত করেনি। অতএব, এই তথ্যগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

Tags:    

Similar News