কাস্টমারদের খুশির দীপাবলি! Samsung-এর এই প্রিমিয়াম 5G ফোন মিলছে 53 শতাংশ ছাড়ে

Update: 2023-11-05 15:32 GMT

আপনি কি দীপাবলির আগে দুর্দান্ত ফিচারওয়ালা একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন – তাও আবার সস্তা অফারে? তাহলে চলতি Flipkart Big Diwali Sale-এর একটি অফার আপনার দারুণ কাজে আসবে। এই মুহূর্তে Samsung-এর বাজার কাঁপানো প্রিমিয়াম 5G ফোন Samsung Galaxy S22 5G বিশাল ডিসকাউন্টে অর্ধেকেরও কম দামে কেনা যাবে। ভাগ্য ভালো থাকলে আপনি এটি ১০ হাজার টাকার কমেও পেয়ে যেতে পারবেন। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে বলি Samsung Galaxy S22 5G-এর স্পেসিফিকেশনও কিন্তু বেশ দুর্দান্ত! তো আসুন দেখে নিই, Flipkart Big Diwali Sale-এ Samsung Galaxy S22 5G ফোনে কী অফার মিলছে এবং এতে ঠিক কী ফিচার পাবেন।

Flipkart offer: এখন হাফ দামে কিনুন Samsung Galaxy S22 5G

গত বছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে ৮৫,৯৯৯ টাকা, কিন্তু এই মুহূর্তে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এটি ৫৪% ছাড়ে মানে অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে। ফলত এখন ফোনটি কিনতে খরচ হবে ৩৯,৯৯৯ টাকা। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি মিলবে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়।

এখানেই শেষ নয়, কোনো পুরোনো স্মার্টফোনের বিনিময়ে কিনলে আলোচ্য স্যামসাং ফোনটি কিনলে ৩৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন। অর্থাৎ ভাগ্যবশত কোনোভাবে ফ্লিপকার্ট সেলের সমস্ত অফার পেলে মাত্র ৪,৯৯৯ টাকা খরচে আপনি এটি হাতের মুঠোয় পেয়ে যাবেন। তবে মনে রাখতে হবে, এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ কিন্তু পুরোনো ফোনের অবস্থা, মডেল, ব্র্যান্ড এবং আপনার এলাকার পিন কোডের উপর নির্ভর করবে।

Samsung Galaxy S22 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক ২এক্স অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন থাকবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য এই প্রিমিয়াম ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,৭০০ এমএএইচ ব্যাটারি পাবেন। আবার, ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

Tags:    

Similar News