Flipkart Sale: বাম্পার অফার! এখন মাত্র ৪০,০০০ টাকা দিয়েই কেনা যাবে iPhone 13

Update: 2022-12-16 16:10 GMT

বছর শেষের আগে সস্তায় কেনাকাটার সুযোগ করে দিতে অতিসম্প্রতি 'Big Saving Days' সেল লাইভ করেছে Flipkart। আর, অন্যান্যবারের মতই এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ধরণের অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক ডিভাইস, ফ্যাশন আইটেম, গ্রোসারি প্রোডাক্ট ইত্যাদিতে বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে, আপনি যদি এই মুহূর্তে একটি নতুন iPhone কিনবেন বলে মনস্থির করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু Flipkart Big Saving Days আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। আসলে বর্তমান সেলে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি Apple iPhone 13 মডেলের ওপর বাম্পার ছাড় দিচ্ছে, যার ফলে আগ্রহীরা মাত্র ৪২,০০০ টাকার কাছাকাছি খরচ করে এই আধ খাওয়া আপেলের লোগোযুক্ত প্রিমিয়াম স্মার্টফোন পকেটস্থ করতে পারবেন। তবে এর জন্য মানে এত কম দামে একটি ভালো iPhone কিনতে হলে খেয়াল রাখতে হবে কিছু ছোটোখাটো বিষয়ও।

Flipkart Big Saving Days-এ দারুণ সস্তা iPhone 13

১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট আইফোন ১৩-এর বেস ভ্যারিয়েন্ট এমনিতে ৬৯,৯০০ টাকার বদলে ৬২,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে; অর্থাৎ এই আইফোনের দামের ওপর ফ্ল্যাট ৯% ছাড় বর্তমান। তবে এই ফোনে এমন কিছু অফার রয়েছে, যার কারণে এর দাম ৪৫,০০০ টাকার নিচে নেমে আসতে পারে। যেমন, সেলের দরুন আইফোন ১৩-তে ২০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট; ফলত ক্রেতারা নিজের পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা আইফোন মডেল উভয়ই এক্সচেঞ্জ করে এই সুবিধার ফায়দা তুলতে পারবেন। এতে করে তাদের খরচ করতে হবে ৪২,৪৯৯ টাকা।

এছাড়া, ক্রেতারা আইফোন ১৩ কিনলে কিছু ব্যাঙ্ক ডিসকাউন্টও পেতে পারেন। এক্ষেত্রে ফেডারেল ব্যাঙ্কের ডেবিট কার্ডগুলিতে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (১,৫০০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে, অন্যদিকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যেতে পারে ৫% ক্যাশব্যাকও। মানে সব মিলিয়ে এখন অনেকটাই কম দামে হাতে আসতে পারে একটি নতুন ঝকঝকে আইফোন।

iPhone 13-এর স্পেসিফিকেশন

এখন প্রশ্ন হচ্ছে যে, মাস কয়েক আগে নতুন আইফোন সিরিজ লঞ্চ হওয়া সত্ত্বেও কেন আইফোন ১৩ কিনবেন? সেক্ষেত্রে বলি, গত বছর বাজারে পা রাখলেও আইফোন ১৩ একটি দুর্দান্ত ফিচার সম্বলিত হ্যান্ডসেট। এই আইফোনে রয়েছে ৬.১০ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১১৭০×২৫৩২ পিক্সেল। এতে অ্যাপল এ১৫ বায়োনিক (Apple A15 Bionic) প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে অপারেটিং সিস্টেম হিসেবে আইফোনটিতে মিলবে আইওএস ১৫ সফ্টওয়্যার। এছাড়াও পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আইফোন ১৩ মডেল ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,২৪০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এখানেই শেষ নয়, ফটোগ্রাফির জন্য এই আইফোনে দেখা যাবে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার এটি বহন করবে ৩.৫ মিমি অডিও জ্যাক, এনএফসি (NFC), আইপি৬৮ (IP68) রেটিং ইত্যাদি বৈশিষ্ট্যও।

Tags:    

Similar News