Samsung এর দামি ফোনে ৪০ হাজার টাকার বেশি ডিসকাউন্ট, আজই অফার শেষ
আজ Flipkart আয়োজিত 'Big Saving Days' সেলের শেষ দিন। আলোচ্য সেলে নানাবিধ সেগমেন্টের হ্যান্ডসেটকে সস্তায় বিক্রি করা হলেও, প্রিমিয়াম রেঞ্জের একটি বিশেষ মডেল আমাদের নজর কেড়েছে। এই মডেলটির বিক্রয় মূল্য ১ লক্ষ টাকার অধিক হওয়া সত্ত্বেও, ফ্লাট ৪১% ডিসকাউন্ট ও যাবতীয় অফারের পর ৩৩,০০০ টাকারও কম খরচ করে ফোনটিকে কিনে নেওয়া যাবে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি Samsung Galaxy S22+ ফ্ল্যাগশিপ ফোনের প্রসঙ্গে। ফ্লিপকার্টের এই বিশেষ সেল থেকে এই ফোনটি কিনলে সস্তায় প্রিমিয়াম হ্যান্ডসেট ব্যবহারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন আপনি। তাই এই ডিল সম্পর্কে আপনি যদি আগ্রহী থেকে থাকেন তবে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। কেননা এই সেল আজ রাত ১১.৫৯টা নাগাদ পর্যন্তই লাইভ থাকছে। আসুন Flipkart Big Saving Days সেলে কি কি অফারের সাথে Samsung Galaxy S22+ তালিকাভুক্ত আছে দেখে নেওয়া যাক।
Flipkart Big Saving Days সেলে জলের দরে লক্ষাধিক মূল্যের Samsung Galaxy S22+
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনকে ১,০১,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এই দাম ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছিল। তবে বর্তমানে চলমান ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে আলোচ্য মডেলটিকে ৪১% বা ৪২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ৫৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।
অন্যান্য অফারের কথা বললে, ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী নির্বাচিত কয়েকটি ব্যাঙ্ক কার্ড ব্যবহারের ক্ষেত্রে ফ্লাট ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। যারপর এটির দাম কমে ৫৪,৯৯৯ টাকা হয়ে যাবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দেওয়া হবে ৫% ক্যাশব্যাক। এছাড়া পুরোনো হ্যান্ডসেট আপগ্রেড করে এই ফ্ল্যাগশিপটি কিনলে ২২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনকে নূন্যতম ৩২,৪৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে।
Samsung Galaxy S22+ -এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক AMOLED ২x ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে, ৪৮ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। আবার ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কমাতে ফোনে আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তদুপরি, মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে এসেছে৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম ইন্টারফেস দ্বারা চালিত। আর সিকিউরিটির জন্য এতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, OIS ও ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (অ্যাপারচার : এফ/২.৪), এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.১)। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উক্ত ডিভাইসে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S22+ স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।