Redmi Note 13 Pro 5G থেকে Vivo T2 Pro 5G, ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে বাম্পার ছাড়
শুরু হয়েছে Flipkart Big Saving Days Sale। বলার অপেক্ষা রাখে না সেলের সময় এই ই-কমার্স সংস্থাটি একাধিক প্রোডাক্টে বিভিন্ন ধরনের ডিল ও ডিসকাউন্ট অফার করবে। আর প্রতিবারের মতো এবারও Flipkart লোভনীয় অফার দিচ্ছে স্মার্টফোনের উপর। এই প্রতিবেদনে আমরা Flipkart Big Savings Days সেলে সেরা অফারের সাথে উপলব্ধ বেশকিছু ফোনের বিষয়ে বলবো।
Infinix Note 40 Pro 5G
কার্ভড ডিসপ্লে এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টের এই Infinix ডিভাইসটি Flipkart-এ ছাড় সহ ১৯,৯৯৯ টাকায় তালিকা ভুক্ত আছে। এছাড়াও, এর সাথে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও অফার করা হচ্ছে।
Redmi Note 13 Pro 5G
Xiaomi-এর ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা বিশিষ্ট এই ডিভাইসটির আসল দাম ৩০,০০০ টাকা হলেও, এটি এখন Flipkart Big Saving Days Sale-এ পাওয়া যাবে ২১,৯৯৯ টাকায়।
Moto Edge 40 Neo
Motorola-র এই ডিভাইসের এমআরপি ২৭,৯৯৯ টাকা। কিন্তু ব্যাঙ্ক অফার এবং ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ডিভাইসটি ১৯,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এই ডিভাইসে কার্ভড ডিসপ্লে এবং জল প্রতিরোধী আইপি রেটিং৬৮ উপস্থিত।
Vivo T2 Pro 5G
Vivo-র এই ফোনের সামনে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং পিছনের প্যানেলে অওরা লাইট রিং উপস্থিত। আর সংস্থাটি এই ডিভাইসের দাম রেখেছে ২৬,৯৯৯ টাকা। যদিও, Flipkart সেল চলাকালীন ব্যাঙ্ক অফারসহ এই ডিভাইসটি মাত্র ২০,৯৯৯ টাকায় কেনা যাবে।
Motorola Edge 50 Pro
মিড রেঞ্জের একটি সেরা ডিভাইস হল Motorola Edge 50 Pro। এতে এআই প্রো-গ্রেড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আর ব্যাঙ্ক অফারসহ এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন ২৭,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে।
Realme P1 Pro 5G
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর এই ডিভাইসটি Flipkart Big Saving Days Sale-এ ১৯,৯৯৯ টাকায় উপলব্ধ। যাতে আছে টিইউভি আই-প্রটেকশন সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং বড়ো অ্যামোলেড ডিসপ্লে।
Poco X6 Pro 5G
আপনি যদি ২৫,০০০ টাকার মধ্যে একটি চমৎকার ডিভাইস খুঁজে থাকেন, তাহলে এই ডিভাইসটি আপনার জন্য সেরা হতে পারে। ফ্লিপকার্টে এখন এই ডিভাইসটি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারসহ ২২,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে তালিকাভুক্ত।