বছরের শুরুতেই ধামাকা অফার নিয়ে হাজির Flipkart: মাত্র ৯৯৯ টাকায় কিনুন Oppo-র এই ফোন

Update: 2023-01-02 10:53 GMT

গতকাল থেকে শুরু হয়েছে আরও একটি নতুন বছর তথা ২০২৩ সালের পর্ব। আনন্দে-আশায় এখন ভারতসহ গোটা বিশ্বই মাতোয়ারা! সেক্ষেত্রে আপনার এই বছরের নিউ ইয়ার রেজোলিউশনের মধ্যে যদি নতুন ফোন কেনার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে, মানে আপনি যদি বছরের গোড়াতেই একটি নতুন স্মার্টফোন কিনে ফেলে আসন্ন দিনগুলিতে পা রাখতে চান – তাহলে এই মুহূর্তটিই আপনার জন্য সেরা সুযোগ হয়ে উঠতে পারে। ভাবছেন কীভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে, ই-কমার্স জায়ান্ট Flipkart বর্তমানে একটি বড় অফার দিচ্ছে। আর এই অফারের অধীনে, আপনি ১,০০০ টাকারও কমে ফিচারে ঠাসা মিড রেঞ্জার হ্যান্ডসেট Oppo F21 Pro কিনে ফেলতে পারবেন। এক্ষেত্রে ফোনটি কেনার সময় ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ইত্যাদির ফায়দা পাওয়া যাবে। আসুন, এখন দেখে নিই Oppo F21 Pro-র ওপর ঠিক কী অফার দিচ্ছে Flipkart।

ফিচার ফোনের দামে Oppo F21 Pro স্মার্টফোন বিক্রি করছে Flipkart!

ওপ্পো এফ২১ প্রো (৪জি) স্মার্টফোনের এমআরপি (MRP) ২৭,৯৯৯ টাকা, তবে এখন এটি ফ্লিপকার্টে ডিসকাউন্ট সহযোগে বিক্রি হচ্ছে; ফলত এই ওপ্পো ফোনটি কিনতে গেলে ২০,৯৯৯ টাকা খরচ করতে হবে। কিন্তু এখানে রয়েছে আরও চমক! এক্ষেত্রে ফোনটিতে কোম্পানি ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। তাই আপনি যদি পুরানো ফোনের বিনিময়ে ওপ্পো এফ২১ প্রো কেনেন এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু কাজে লাগাতে পারবেন, তাহলে আপনার খরচ হবে মাত্র ৯৯৯ টাকা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন! একটি ফিচার ফোনের দামেই আপনি পকেটে পুরতে পারেন মিড রেঞ্জের হ্যান্ডসেট।

Oppo F21 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো এফ২১ প্রো স্মার্টফোনে আছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। এই ফোনটি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাহায্যে চলে। অন্যদিকে এতে আপনি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন, আবার ফোনটিতে ৫ জিবি ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট থাকায় মোট ১৩ জিবি র‍্যাম ব্যবহারের জন্য মিলবে। এক্ষেত্রে ওপ্পো ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়াও এতে দেখা যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ সফ্টওয়্যার।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, ওপ্পো এফ২১ প্রো স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বহন করবে, যেখানে কানেক্টিভিটির জন্য এতে দেখা যাবে টাইপ-সি পোর্ট, ডুয়াল সিম সাপোর্ট ইত্যাদি অপশন।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় Flipkart-এ ওপ্পো এফ২১ প্রো স্মার্টফোনের দুটি কালার ভ্যারিয়েন্ট উল্লিখিত দাম ও অফারে উপলব্ধ ছিল)

Tags:    

Similar News