১১ হাজার টাকা সস্তা হল এই দুর্ধর্ষ 5G স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Update: 2023-08-22 05:13 GMT

আপনি যদি ১৫,০০০ টাকার কম দামে 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপযুক্ত একটি ইনফিনিক্সের স্মার্টফোন আপনার জন্য উপযুক্ত হতে পারে। ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ জিবি র‌্যাম। আর এই ফোনের নাম Infinix Zero 5G 2023। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই ডিভাইসের উপর ১০,০০০ টাকারও বেশি ছাড় দিচ্ছে। আসুন Infinix Zero 5G এর উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Infinix Zero 5G এর উপর বাম্পার অফার

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩-এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের এমআরপি ২৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে ৪০% ফ্ল্যাট ডিসকাউন্টের পরে এটি ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে ক্রেতারা ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন।

আবার আপনি যদি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ কিনতে চান, তাহলে ১৪,৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার ফোনের কন্ডিশন ও মডেলের ওপর।

Infinix Zero 5G 2023 এর স্পেসিফিকেশন ও ফিচার

Infinix Zero 5G 2023 ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি এলটিপিএস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর রিয়ার প্যানেলে রয়েছে ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News