নতুন বছর শুরুর আগেই বিপুল ছাড়ে মিলছে Samsung ও Apple-এর এই 2টি ফোন, দেখুন দাম

Update: 2023-12-31 10:29 GMT

রাত পোহালেই নতুন বছর, এখন কাউন্টডাউন শুরু করেছেন তামাম বিশ্বের মানুষ। এদিকে ২০২৩ সালের সাথে সাথে আজ Flipkart Winter Fest মানে এই বছরের মতো Flipkart-এর সেলের পালাও শেষ হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি নতুন বছর একটি নতুন প্রিমিয়াম ফোন হাতে নিয়ে শুরু করতে চান, তাহলে ই-কমার্স প্ল্যাটফর্মের এই সেল শেষের মুহূর্তেই কিস্তিমাত করতে পারেন! আসলে আজকের দিনেও Flipkart, Samsung Galaxy S22 5G বা iPhone 14-এর মতো জনপ্রিয় হাই-এন্ড স্মার্টফোন বিশাল ছাড়ে অর্ডার করার সুযোগ দিচ্ছে। সেলে এই দুটি ফোনই ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি দুর্দান্ত ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস কাজে লাগিয়ে কেনা যাবে। আসুন তবে, দেখে নিই Flipkart Winter Fest সেলে Samsung Galaxy S22 5G এবং iPhone 14 ঠিক কত দামে কেনা যাবে…

বছরের শেষ দিনে সস্তায় কিনুন এই দুই ফিচারে ঠাসা প্রিমিয়াম স্মার্টফোন

১. Samsung Galaxy S22 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৮৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট উইন্টার ফেস্ট সেলে আপনি এটি ছাড়ে ৩৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে ৫% ক্যাশব্যাক থেকে শুরু করে ১,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট অবধি পাওয়া যাবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে পুরোনো ফোন বদলে আপনি এই ফোনের দাম আরও ২৫,৫৫০ টাকা কমাতে পারেন (শর্তাবলি প্রযোজ্য)।

স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক ২এক্স অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

২. Apple iPhone 14: এই আইফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ডিসকাউন্টে ৫৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি এটি কেনার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে ৫% ক্যাশব্যাক পাবেন, যেখানে এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে হাজার টাকার অতিরিক্ত ছাড়। এছাড়া এতে ৩৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও উপলব্ধ৷

অ্যাপল আইফোন ১৪-তে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট, ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

Tags:    

Similar News