মাত্র 7 হাজারে মিলছে ফিচারে ঠাসা Google Pixel 7 ফোন, ফ্ল্যাগশিপ কেনার এহেন সুযোগ মিস করলে লস

Update: 2023-07-28 07:14 GMT

শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নতমানের ক্যামেরা পেতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্রেতাদের অধিকাংশই এখন Google-এর নিজস্ব Pixel হ্যান্ডসেটগুলি পছন্দ করছেন। এই কারণে বর্তমানে বাজারে লেটেস্ট Google Pixel 7 ফোনটির অত্যন্ত চাহিদা রয়েছে। তবে, ইচ্ছে থাকলেও যে চট করে যে এই ফোনটি কেনা যাবে এমন নয়, কারণ ফ্ল্যাগশিপ সেগমেন্টে আসা Pixel 7-এর মূল্য ৫০ টাকারও বেশি। কিন্তু আপনি যদি দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড নির্মাতা Google-এর এই ফোনটি কেনার কথা ভাবেন, তাহলে সস্তায় দাঁও মারার (মানে খরিদ্দারি করার) এটাই সঠিক সময়! কারণ এই মুহূর্তে Google Pixel 7 ফোনে বিশাল ছাড় মিলছে। অফার এতটাই আকর্ষণীয় যে, আপনি ১০,০০০ টাকারও কমে এটি হাতের মুঠোয় পেতে পারেন। হ্যাঁ ঠিকই বলছি! আসুন বিস্তারিত জেনে নিই।

Google Pixel 7-তে দুর্দান্ত ছাড় দিচ্ছে Flipkart, সুযোগ হাতছাড়া করবেননা

গুগল পিক্সেল ৭ ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৫৯,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট (Flipkart) বর্তমানে ১৬% ডিসকাউন্টে এটিকে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর সাথে আছে ৩,০০০ টাকার অতিরিক্ত ব্যাঙ্ক অফারের সুবিধাও, এক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে প্রিপেইড পেমেন্ট করলে এই ছাড় মিলবে।

তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পিক্সেল ৭-এ উপলব্ধ এক্সচেঞ্জ অফার – আপনি যদি পুরোনো স্মার্টফোনের বদলে ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনেন তাহলে ৩৯,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। মানে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে ফ্ল্যাগশিপ ফোনটি কেনার জন্য আপনাকে মাত্র ৭,৩৯৯ টাকা ব্যয় করতে হবে। কিন্তু মনে রাখবেন, এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে পুরোনো স্মার্টফোনের অবস্থা এবং মডেলের উপর। প্রসঙ্গত উল্লেখ্য, কার্যত একই অফার মিলছে গুগল পিক্সেল ৭এ (Pixel 7a) মডেলেও।

Google Pixel 7-এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনে আছে গরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিন প্রোটেকশনসহ ৬.৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৪০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে গুগল টেন্সর জি২ প্রসেসর এবং সফ্টওয়্যার হিসেবে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৪,২৭০ এমএএইচ ব্যাটারি অফার করবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটির ইউজাররা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।

Tags:    

Similar News